ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তীব্র শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

প্রকাশিত: ০৫:০৮, ৩১ ডিসেম্বর ২০১৪

তীব্র শীতের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার ॥ জানুয়ারিতে আরও বেশি শীত অনুভূত হবে। অধিকাংশ সময় শৈত্যপ্রবাহের আধিক্য থাকবে। বয়ে যাবে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ। তার মধ্যে থাকবে এক থেকে দুটি মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ওঠা-নামা করলেও কুয়াশা ও ঠা-া বাতাসের কারণে অনুভূত হবে তীব্র শীত। আগামী পাঁচদিন রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আর আগামী দু’দিন বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাত। বুধবারও দেশে অনুভূত হয় তীব্র শীত। কুয়াশার কারণে জল ও স্থল পথে যানবাহন চলাচল ব্যাহত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে শ্রীলঙ্কা উপকূলে অবস্থিত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দক্ষিণ অন্ধ্র ও উত্তর তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে এবং দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া এবং শ্রীমঙ্গল অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কমে যেতে পারে। আবহাওয়া অধিদফতর আরও জানায়, জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম ও মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মাঝারি ও তীব্র ধরনের শৈত্যপ্রবাহ এবং অন্যত্র ২ থেকে ৩টি মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর ফেব্রুয়ারি মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ওই মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা/ মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারির শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১-২ দিন বজ্রঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
×