ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুয়াশায় মাঝনদীতে আটকা নৌমন্ত্রী

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ ডিসেম্বর ২০১৪

কুয়াশায় মাঝনদীতে আটকা নৌমন্ত্রী

বিডিনিউজ ॥ ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মাঝ নদীতে আটকা পড়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। মন্ত্রীর বাড়ি মাদারীপুরে, সেখান থেকে তিনি ঢাকায় যাওয়ার পথে রবিবার রাত ১০টায় কাওড়াকান্দি ঘাট থেকে গাড়ি নিয়ে ফেরিতে ওঠেন। কিন্তু এর পরপরই ঘন কুয়াশার কারণে পথ দেখা না যাওয়ায় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌপথের ফেরি চলাচল বন্ধ হয়ে যায় বলে বিআইডব্লিউটিসি কর্মকর্তারা জানিয়েছেন। ফলে নৌমন্ত্রীকে বহনকারী ফেরিটি মাঝনদীতে নোঙর করে আছে। কুয়াশা কাটার পর এটি শিমুলিয়ার উদ্দেশে ছাড়বে। শীত মৌসুমে ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই এই নৌরুটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকছে। ‘কুয়াশা কেটে না যাওয়া পর্যন্ত ফেরি চলাচল শুরু হবে না,’ বলেন বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন। তিনি বলেন, রাত ১০টার দিকে কাওড়াকান্দির ১ নম্বর ঘাট থেকে ফেরি কাকলীতে করে নৌমন্ত্রী রওনা হয়েছিলেন। ওই ফেরিটি কাওড়াকান্দি ঘাট ছেড়ে যাওয়ার আধা ঘণ্টা পরেই ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ করে দিতে হয়।
×