ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মধ্যস্বত্বভোগীদের হাতে যাওয়ার আশঙ্কা বড়পুকুরিয়ার কয়লা

প্রকাশিত: ০৫:৩৩, ২৯ ডিসেম্বর ২০১৪

মধ্যস্বত্বভোগীদের হাতে যাওয়ার আশঙ্কা বড়পুকুরিয়ার কয়লা

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস ॥ কয়লা সংকটের সুযোগে দেশের একমাত্র কয়লা খনি দিনাজপুরের বড়পুকুরিয়ার কয়লা সিন্ডিকেটের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের হাতে চলে যাওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন বগুড়ার ইটভাঁটি মালিকরা। এ কারণে উত্তরাঞ্চলের ৯৫ ভাগ ইটভাঁটি বড়পুকুরিয়া কয়লা খনি থেকে আবেদন করেও কয়লা পচ্ছেন না বলে ইটভাঁটি মালিকদের অভিযোগে জানা যায়। কয়লা চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে। ফলে বগুড়াসহ এ অঞ্চলের বেশিরভাগ ইটভাঁটি ভরা মৌসুমে কয়লা না পেয়ে বন্ধ হয়ে রয়েছে। এ কারণে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে ইট প্রস্ততকারকরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারিসহ নানা অভিযোগ উত্থাপন করেছেন। এ কারণে বড়পুকুরিয়া কয়লা খনি নিয়ে সিন্ডিকেট গড়ে উঠায় কয়লা যাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেসব ইটভাঁটি বরাদ্দ পাচ্ছেন না। তারা দাবি করেন গত কয়েক বছরে বড়পুকুরিয়ার কয়লার জন্য যেখানে দুই থেকে আড়াই হাজার আবেদন হয়, সেখানে এবার সংকটের কারণে ২০ হাজার আবেদন জমা পড়ে। এজন্য ইটভাঁটি মালিকরা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্রির বিজ্ঞপ্তির শর্ত নিয়ে প্রশ্নসহ এর বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়েও অভিযোগ তোলেন। বগুড়া প্রেসক্লাবে আয়োজিত ইটপ্রস্তুতকারী সমিতির সংবাদ সন্মেলনে উত্তরবঙ্গ ইটপ্রস্তুতকারী মালিক সমিতির আহ্বায়ক সাদরুল ইসলাম, বগুড়া মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
×