ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘এল ইকুইপে’র বর্ষসেরা ফুটবলার জার্মানির বিশ্বকাপজয়ী গোলরক্ষক

নিউয়ের সেরা রোনাল্ডো, মেসিকে হটিয়ে

প্রকাশিত: ০৫:৩০, ২৯ ডিসেম্বর ২০১৪

নিউয়ের সেরা রোনাল্ডো, মেসিকে হটিয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ তাহলে কি দুধের স্বাদ ঘোলে মেটালেন ম্যানুয়েল নিউয়ের! ২০১৪ সালের ফিফা ব্যালন ডি’অরের জন্য সংক্ষিপ্ত তিনজনের তালিকায় দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসির সঙ্গে আছেন বেয়ার্ন মিউনিখের জার্মান গোলরক্ষক। কিন্তু আগেই যেন হাল ছেড়ে দিয়েছেন তিনি। মেসি-রোনাল্ডোর তুলনায় ফিফা সেরার ক্ষেত্রে নিজেকে পিছিয়ে রেখেছেন তারকা এই গোলরক্ষক। তবে একটি জায়গায় তিনি দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন। ফ্রান্সের পত্রিকা ‘এল ইকুইপে’র বিবেচনায় ২০১৪ সালের বর্ষসেরা ফুটবলার হয়েছেন নিউয়ের। সম্প্রতি ফরাসী পত্রিকা বিশ্বের ১০০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। এতে শীর্ষে আছেন বিশ্বকাপজয়ী জার্মান গোলরক্ষক। ফ্রান্সের জনপ্রিয় এ ক্রীড়াদৈনিকের মতে চলতি বছরের বর্ষসেরা ফুটবলার নিউয়ের। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদের পর্তুগাীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেরা ১০০ জনের এ তালিকায় রিয়াল থেকে আরও জায়গা পেয়েছেন টনি ক্রুস, করিম বেনজেমা, গ্যারেথ বেল, জেমস রড্রিগুয়েজ, লুকা মডরিচ, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, সামি খেদিরা, মার্সেলো, কেইলর নাভাস ও দানি কারভাজাল। বার্সিলোনা থেকে মেসি ছাড়া আছেন নেইমার, লুইস সুয়ারেজ, জ্যাভিয়ের মাশ্চেরানো, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বসকুয়েটস, ক্লাউডিও ব্রাভো, দানি আলভেজ, ইভান রাকিটিচ ও জর্ডি এ্যালবা। স্প্যানিশ লা লিগার চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে আছেন দিয়াগো গডিন, মারিও মানদুকিচ, কোকে, এ্যান্টেনিও গ্রিজম্যান, মিরান্ডা, আরডা টুরান, গাবি, থিয়াগো ও জুয়ানফ্রান। বেয়ার্ন মিউনিখ থেকেও আছেন নিউয়ের ছাড়া আরিয়েন রোবেন, টমাস মুলার, ফিলিপ লামসহ আরও অনেকে। ফরাসী দৈনিকের বিবেচনায় বর্ষসেরা হলেও ফিফা সেরার দৌড়ে নিজেকে পিছিয়ে রাখছেন নিউয়ের। সম্প্রতি সাক্ষাতকারে বেয়ার্ন গোলরক্ষক বলেন, আমি নিশ্চিতভাবেই ফেবারিট নই। অন্য দু’জন আন্তর্জাতিক মহাতারকা। আমি তো আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বা লিওনেল মেসির মতো আন্তর্জাতিক ব্র্যান্ড নই। সে কারণেও তাঁরা বেশ সুবিধাজনক অবস্থানে আছেন। তাই মনে হচ্ছে ব্যালন ডি’অরটা আমি পাব না। তিনি আরও বলেন, ব্যালন ডি অরের একজন দাবিদার হিসেবে আমাকে ভাবা হয়েছে, তাই যথেষ্ট। আমি তাতেই গর্বিত। বাকি যে দু’জন আছে, তারা মহাতারকা, দুনিয়া জুড়ে ওদের পরিচিতি এবং সুখ্যাতি। তাই ওরা এগিয়ে আমার চেয়ে।
×