ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লাক্স সুন্দরীদের নাটক নিয়ে উৎসব

প্রকাশিত: ০৫:১৫, ২৯ ডিসেম্বর ২০১৪

লাক্স সুন্দরীদের নাটক নিয়ে উৎসব

স্টাফ রিপোর্টার ॥ লাক্স-চ্যানেল আই সুপারস্টারদের অভিনীত নাটক নিয়ে বছর শেষে উৎসবের আয়োজন করেছে জিটিভি। ‘লাক্স স্টার ইয়ার এ্যান্ড ড্রামা ফেস্টিভ্যাল’ শিরোনামে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টায় নাটকগুলো প্রচার করছে চ্যানেলটি। নাটকগুলোতে অন্যান্য অভিনয়শিল্পীদের সঙ্গে অভিনয় করেছেন লাক্স সুন্দরী আজমেরী হক বাঁধন, অপর্ণা, মেহজাবিন, নিশা, টয়া ও নাদিয়া। উৎসবের প্রথম দিন ২৬ ডিসেম্বর প্রচার হয় তমাল ও খালিশের রচনায় এবং সুজন বড়ুয়ার পরিচালনায় নাটক ‘এলেং’। এতে অভিনয় করেছেন কচি খন্দকার, মারজুক রাসেল, নাদিয়া নদী ও ইমতু। ২৭ ডিসেম্বর প্রচার হয় ‘প্রবেশ নিষেধ’। এটির রচনা ও পরিচালনায় আছেন ইমরাউল রাফাত। অভিনয় করেছেন আরফান নিশো, অপর্ণা, রওনক হাসান, আরাবি ও হাসান আজাদ। ২৮ ডিসেম্বর দেখানো হয় মোস্তফা মননের রচনা এবং শাহীন স্বাধীনের পরিচালনায় নাটক ‘যে জীবন গল্পের মতো’। এতে অভিনয় করেছেন নিশা, শ্যামল মওলা, স্পর্শিয়া এবং ঝুনা চৌধুরী। আজ ২৯ ডিসেম্বর প্রচার হবে ‘ক্রেডিট কার্ড’। পরিচালনায় আয়েশা প্রেমা। অভিনয়ে আছেন মেহজাবিন ও তৌসিফসহ অনেকে। আগামীকাল ৩০ ডিসেম্বর ‘ও টু’। শহীদুল শাকিলের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন হুমায়ুন সাধু। অভিনয় করেছেন হাসান মাসুদ, আজমেরী হক বাঁধন, ডিজে রাহাত, রাহা ও কাশফিয়া। উৎসবের শেষ দিন ৩১ ডিসেম্বর প্রচার হবে ইমেল হকের রচনা ও পরিচালনায় নাটক ‘বিন্দু থেকে বৃত্ত’। নাটকের অভিনয়শিল্পীরা হলেন তিশা, শতাব্দী ওয়াদুদ, টয়া ও হাসান আজাদ।
×