ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোমালিয়ায় শীর্ষ জঙ্গী নেতার আত্মসমর্পণ

প্রকাশিত: ০৫:১১, ২৯ ডিসেম্বর ২০১৪

সোমালিয়ায় শীর্ষ জঙ্গী নেতার আত্মসমর্পণ

সোমালিয়ার সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আল-শাবাবের এক শীর্ষ নেতা আত্মসমর্পণ করেছে। পুলিশের কাছে আত্মসমর্পণ করা ওই বিদ্রোহী নেতার নাম জাকারিয়া আহমেদ ইসমাইল হারসি। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে শনিবার এ খবর দিয়েছে বিবিসি। এতে বলা হয়েছে, সোমালিয়ার প্রশাসনিক অঞ্চল গেদোর পুলিশের কাছে নিজ থেকেই ধরা দেয় জাকারিয়া। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সে ছিল আল-শাবাবের গোয়েন্দা শাখার প্রধান। এর আগে জাকারিয়াকে ধরিয়ে দিতে ২০১২ সালের জুনে ৩০ লাখ ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন বিমান হামলায় আল-শাবাবের প্রধান আহমেদ আবদি গোদানি নিহত হওয়ার তিন মাস পর আত্মসমর্পণ করল জাকারিয়া। সোমালিয়ার এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, প্রয়াত নেতা গোদানির বিশ্বস্ত সদস্যদের সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই জাকারিয়া নিজ থেকে আত্মসমর্পণ করেছেন। প্রসঙ্গত, সেপ্টেম্বরে গোদানি নিহত হওয়ার পর আল-শাবাবের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আহমদ ওমর। ছয় দিন ধরে হারসি যে বাড়িতে লুকিয়েছিল পুলিশ সেখানে অভিযান চালায়। কেনিয়া সীমান্তবর্তী আল ওয়াডা শহরের ডিস্ট্রিক্ট কমিশনার বলেন, হারসির কাছে একটি পিস্তল থাকলেও সে প্রতিরোধ করার কোন চেষ্টাই করেনি। আল-শাবাব নেতা জাকারিয়া ইসমাইল ফরাসী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। আল-শাবাব তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি।
×