ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মিডিয়া প্ল্যান্টের দুই এ্যালবাম

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ ডিসেম্বর ২০১৪

 মিডিয়া প্ল্যান্টের দুই এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ সঙ্গীতপ্রেমীদের জন্য নতুন বছরে মিডিয়া প্ল্যান্ট বাজারে নিয়ে এসেছে দুটি মিক্সড এ্যালবাম ‘ভালবাসা দিও’ এবং ‘লাজুক চোখ’। এ্যালবাম দুটিতে জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি কিছু উদীয়মান শিল্পীর গাওয়া গান রয়েছে। এর মধ্যে ‘ভালবাসা দিও’ এ্যালবামে রয়েছে মোট ১০টি গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন রিংকু, নির্ঝর, সাজু, স্বীকৃতি, ডলার, এঞ্জেলা মঞ্জুর, লাবণী, নাসিফ অনি, মাহজাবিন শমি, সাজ্জাদ স্বাধীন, তৌফিক অপু, শফিক কোরেশী, ওয়াহাব মাহমুদ ও মারুফ মুন্না। জালাল আহমেদের লেখা গানে সুরারোপ করেছেন সুজাত কবির, জালাল আহমেদ, মারুফ মুন্না, লিয়া, তৌফিক অপু, নাসিফ অনি এবং এঞ্জেলা মঞ্জুর। সঙ্গীতায়জনে সুজাত কবির, ওয়াহেদ শাহিন, লিয়া এবং নাসিফ অনি। ‘লাজুক চোখে’ এ্যালবামে মোট ১২টি গান রয়েছে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শহিদ, নির্ঝর, স্বীকৃতি, নওরিন, আর ডি হিল্লোল, শাহরিদ বেলাল, সোহেল, শাহিনা হক, এইচ ইউ সাজু, এফ কে স্বাধীন, শফিক কোরেশী, সোমা, রুবেল হোসেন, অমি মুহিত, তৌফিক আহমেদ, সাজেদুল হক এবং মারুফ মুন্না। সুর করেছেন ওয়াহেদ শাহিন, আর ডি হিল্লোল, লিয়া, মারুফ মুন্না, শফিক কোরেশী, ফিদেল, নাসিফ অনি এবং এফ কে স্বাধীন। সঙ্গীতায়জনে ওয়াহেদ শাহিন, আর ডি হিল্লোল, লিয়া, অমি মুহিত, নাসিফ অনি, এ পুলক এবং রানা। মিডিয়া প্ল্যান্টের কর্ণধার মারুফ মুন্না বলেন নতুন বছরে সব ধরনের শ্রোতার ভাললাগার মতো আধুনিক সময়োপযোগী করে গানগুলো তৈরি করা হয়েছে। তাই এ্যালবাম দুটির গানগুলো সবার ভাল লাগবে।
×