ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গোবিন্দ হালদারের চিকিৎসার সর্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৪, ২৮ ডিসেম্বর ২০১৪

গোবিন্দ হালদারের চিকিৎসার সর্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন একাত্তরের মুক্তিযুদ্ধে সাড়া জাগানিয়া কালজয়ী গানের স্রষ্টা ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম গীতিকার গোবিন্দ হালদারের চিকিৎসার সর্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবারও গোবিন্দ হালদারের সঙ্গে টেলিফোনে কথা বলে তাঁর চিকিৎসার ও শারীরিক অবস্থার কথা জানেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। শনিবার মাহবুবুল হক শাকিল জনকণ্ঠকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে গোবিন্দ হালদার ও তাঁর মেয়ে গোপা হালদারের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়েছে। গোবিন্দ হালদার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, অস্ফুটস্বরে গোবিন্দ হালদার বলছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্নকে সামনে নিয়ে মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তা বাস্তবায়নেই তাঁর কন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাঁর (শেখ হাসিনা) জন্য আমার আশীর্বাদ সব সময়ই থাকবে। এ সময় মাহবুব হক শাকিলের মাধ্যমে স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের এই স্বনামধন্য গীতিকারের চিকিৎসার ভার নেয়া ও সর্বক্ষণিক খোঁজখবর রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতার কথা জানান তাঁর মেয়ে গোপা হালদার। টিএ্যান্ডটি সিবিএ’র রাজস্ব আঞ্চলিক কমিটি গঠন স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন (সিবিএ) রাজস্ব আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। সুলতানা আনোয়ারা সভাপতি, মোঃ জামাল উদ্দিন বন্দুকসী সাধারণ সম্পাদক করে ২৫ সদ্যস্যের কমিটি করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সিনিয়র সহসভাপতি (কার্যকরী সভাপতি) এবিএম আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, মোঃ খায়রুল আলমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ জসিম উদ্দিন ভুইয়াকে দফতর সম্পাদক, মোঃ জিল্লুর বারীকে প্রচার সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট রাজস্ব আঞ্চলিক কমিটি করা হয়। এর আগে জাতীয় মহিলা শ্রমিকলীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের (সিবিএ) সেক্রেটারি জেনারেল এসএমএ মুকিত হিরু বক্তব্য রাখেন।
×