ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুয়া খেলা নিয়ে উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

প্রকাশিত: ০৫:০৩, ২৭ ডিসেম্বর ২০১৪

জুয়া খেলা নিয়ে উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে জুয়া ও হাউজি নিয়ে দু’পক্ষের মুখোমুখি অবস্থানে সৃষ্ট উত্তেজনায় ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। শাহবাজপুর বৈশা মুড়ায় কলেজ বাস্তবায়ন কমিটির নামে ৩ মাসব্যাপী জুয়া ও হাউজি মেলার আয়োজন শুরু করে। সেখানে নির্মাণ করা হচ্ছে বিরাট প্যান্ডেল। স্থানীয় গ্রামবাসী এর বিরোধিতা করে গত কয়েক দিন ধরে প্রতিবাদ বিক্ষোভ করছেন। আজ বিকেল ৩টায় জুয়া ও হাউজি প্রতিরোধ কমিটি শাহবাজপুর রিক্সাস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ আহ্বান করে। সেই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধেরও ঘোষণা দেয়া হয়। একই সময় পার্শ¦বর্তী স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেন মেলার আয়োজকরা। এ নিয়ে দু’পক্ষ ব্যাপক প্রচারণা চালায়। এতে সৃষ্টি হয় উত্তেজনার। এ অবস্থায় স্থানীয় প্রশাসন আজ দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের জিলানী পেট্রোল পাম্প থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত এবং আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করে সভা, সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
×