ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাবেয়া খাতুনের জন্মদিন আজ

প্রকাশিত: ০৪:৪৩, ২৭ ডিসেম্বর ২০১৪

রাবেয়া খাতুনের জন্মদিন আজ

সংস্কৃতি ডেস্ক ॥ দেশবরেণ্য কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ৮০তম জন্মদিন আজ। রাবেয়া খাতুন একসময় শিক্ষকতা ও সাংবাদিকতাও করেছেন। পঞ্চাশের দশকে ‘অঙ্গনা’ নামের একটি মহিলা মাসিক পত্রিকা সম্পাদনা করেছেন। তাঁর রচিত প্রকাশিত গ্রন্থের সংখ্যা একশ’রও বেশি। বেতার ও টিভিতে প্রচার হয়েছে অসংখ্য নাটক, জীবন্তিকা ও সিরিজ নাটক। তাঁর গল্প উপন্যাস নিয়ে কয়েকটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। উপন্যাস লিখেছেন পঞ্চাশটিরও বেশি, এযাবৎকাল পর্যন্ত চার খন্ডে সংকলিত ছোটগল্প সংখ্যায় চারশ’রও বেশি। ছোটদের জন্য লেখা গল্প-উপন্যাসের সংখ্যাও অনেক।বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাবেয়া খাতুন একুশে পদক ও বাংলা একাডেমি পদকসহ অসংখ্য পদকে ভূষিত হয়েছেন। বাংলাদেশের ভ্রমণসাহিত্যের প্রধানতম লেখকও তিনি। ছোটগল্প দিয়ে শুরু হলেও লেখকপরিচয়ে প্রথমত তিনি ঔপন্যাসিক। প্রথম উপন্যাস মধুমতী (১৯৬৩) প্রকাশের সঙ্গে সঙ্গেই তিনি ব্যাপক পরিচিতি পান।
×