ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পোর্ট এলিজাবেথ টেস্টে এলগারের সেঞ্চুরি

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৪

পোর্ট এলিজাবেথ  টেস্টে এলগারের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ ওপেনার ডিন এলগারের সেঞ্চুরিতে পোর্ট এলিজাবেথ ‘বক্সিং ডে’ টেস্টের শুরুটা দারুণ হয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ ওভারেই ১ উইকেট হারিয়ে ১৯০ রান তুলে নিয়েছে প্রোটিয়ারা। প্রথম ম্যাচে বড় হারে তিন টেস্টের সিরিজ বাঁচিয়ে রাখতে এখানে জয়ের বিকল্প নেই ক্যারিবীয়দের। অথচ লক্ষণ সুবিধার নয়, স্বাগতিক ব্যাটসম্যানদের দাপটে শুরুতেই চাপে সফরকারীরা। ১৪তম টেস্টে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এলগার। তার ২০৮ বলে ১০১ ইনিংসটি ১৪টি দৃষ্টিনন্দন চার দিয়ে সাজানো। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে আগের সেঞ্চুরিটি করেছিলেন ২৭ বছর বয়সী এলগার। ব্যক্তিগত ৫৭ রান (১৪৮ বলে) নিয়ে তার সঙ্গে আছেন ফ্যাফ ডুপ্লেসিস। টস জিতে ফিল্ডিং বেছে নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিন। ৪৭ রানে এ্যালিভেরো পিটারসেনকে তুলে নিয়ে ভাল শুরু এনে দেন অতিথি পেসার শ্যানন গ্যাব্রিয়েল। ১৭ রান করে ক্যাচ আউট হন প্রোটিয়া ওপেনার। এরপরই শুরু হয় এলগার-ডুপ্লেসিস জুটির দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের প্রদর্শনী, ক্যারিবীয়দের হতাশ করে দলকে শক্ত অবস্থানের দিকে নিয়ে যেতে থাকেন তারা দু’জন।
×