ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আবাহনী না প্রাইম ব্যাংক এগিয়ে যাবে কে?

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ ডিসেম্বর ২০১৪

আবাহনী না প্রাইম ব্যাংক এগিয়ে যাবে কে?

স্পোর্টস রিপোর্টার ॥ জিতেই চলেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড আর প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। চলমান প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের প্রাথমিক রাউন্ডের প্রথম ও শেষ ম্যাচে হেরেছিল প্রাইম ব্যাংক। তবে সুপার লীগে শুরুটা ভালভাবেই করেছে তারা। প্রথম ম্যাচেই ৮৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জকে। আর আবাহনী প্রথম রাউন্ডের শেষদিকে টানা সাতটি ম্যাচ জিতে শীর্ষস্থান নিয়ে সুপার লীগে উঠে আসে। সেই শীর্ষস্থান তারা ধরে রেখেছে সুপার লীগের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে। ১২ ম্যাচ খেলে উভয় দলেরই পয়েন্ট সমান ২০। তবে নেট রানরেটে সামান্য এগিয়ে থাকার সুবাদে এখন পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে তাদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ প্রাইম ব্যাংকের। সে জন্য আজ হারাতে হবে প্রাইম দোলেশ্বর ক্রিকেট ক্লাবকে। তবে আবাহনীর সামনেও শীর্ষস্থান ধরে রাখার সুযোগ আছে ফতুল্লায় রূপগঞ্জকে হারাতে পারলে। সুপার লীগের দ্বিতীয় রাউন্ডে অপর ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে কলাবাগান ক্রিকেট একাডেমির (সিএ) মুখোমুখি হবে সবার নিচে থাকা মোহামেডান। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচগুলো শুরু হবে। বিশ্বকাপের দল ঘোষণার সময় যত ঘনিয়ে আসছে ৩০ সদস্যের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা স্বীয় নৈপুণ্যে হচ্ছেন আরও উজ্জ্বল। সুপার লীগের প্রথম রাউন্ডেই ঝলক দেখিয়েছেন তারকা ক্রিকেটাররা। আর সে কারণে ক্রমেই আরও আকর্ষণীয় হয়ে উঠেছে লীগের লড়াইটা। সুপার লীগ শেষে শীর্ষস্থান নিয়ে শেষ করতে পারা দলটাই হবে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন। সে কারণে মূলত শিরোপা লড়াই শুরু হয়ে গেছে। আর এ লড়াইয়ে অন্য চারটি দলের চেয়ে বেশ এগিয়ে আছে আবাহনী-প্রাইম ব্যাংক। এ দুটি দলের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে প্রাইম দোলেশ্বর, ৬ পয়েন্ট করে পিছিয়ে বাকি তিন দল কলাবাগান সিএ, রূপগঞ্জ ও মোহামেডান। সুপার লীগে আরও পাঁচটি করে ম্যাচ বাকি সব দলের। আজকের ম্যাচে নিজ নিজ খেলায় জিতলে আবাহনী ও প্রাইম ব্যাংক অনেকটাই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। সেক্ষেত্রে এ দুটি দলকে ছোঁয়ার জন্য বাকি চারটি ম্যাচেই জিততে হবে দোলেশ্বর, কলাবাগান, রূপগঞ্জ ও মোহামেডানকে। তাই আজকের তিনটি ম্যাচ সেদিক থেকে বেশ গুরুত্বপূর্ণ রূপগঞ্জ, কলাবাগান ও মোহামেডানের জন্য। তবে প্রাইম ব্যাংককে আজ হারিয়ে দিতে পারলে আর আবাহনী জিতলে শিরোপার দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে আবাহনী। সেক্ষেত্রে পিছিয়ে পড়বে প্রাইম ব্যাংক। তাই হারতে চায় না কোন দলই। আর এটাই সুপার লীগের আকর্ষণটা বাড়িয়ে দেবে। প্রাথমিক রাউন্ডে আবাহনী-রূপগঞ্জ ফতুল্লাতেই মুখোমুখি হয়েছিল। সে ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতার পর আবাহনীকে ৩ উইকেটে হারিয়ে দিয়েছিল রূপগঞ্জ। সুপার লীগে আবার দু’দল মুখোমুখি হচ্ছে একই ভেন্যুতে। সেদিক থেকে আবাহনীর বিরুদ্ধে বাড়তি অনুপ্রেরণা পেতেই পারে রূপগঞ্জ। তবে দুর্দান্তভাবে লীগ শুরু করলেও পরের দিকে টানা পরাজয়ে বিপর্যস্ত দলটি। আর ফর্মের তুঙ্গে থাকা আবাহনী এবার প্রতিশোধের মিশন নিয়ে নামবে। দীর্ঘদিন পর দলের নির্ভরযোগ্য মিডলঅর্ডার নাসির হোসেনও রানে ফিরেছেন। সবমিলিয়ে আরেকটি জয় তুলে নিয়ে শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান দৃঢ় রাখতে চায় আবাহনী। তবে আবাহনীকে তাড়া করা প্রাইম ব্যাংক এখন তাদের ছাড়িয়ে যাওয়ার মিশন। নেট রানরেটে ন্যূনতম ব্যবধানে পিছিয়ে আছে দলটি। আজ বড় ব্যবধানে প্রাইম দোলেশ্বরকে হারাতে পারলে সেটা সম্ভব হতে পারে। প্রাথমিক রাউন্ডে অবশ্য কোন পাত্তাই পায়নি দোলেশ্বর। বিকেএসপির চার নম্বর মাঠে ৬ উইকেটে তাদের বিধ্বস্ত করেছিল প্রাইম ব্যাংক। সেই ধারাবাহিকতা ধরে রাখার মিশন আজ দলটির। কিন্তু হেরে আরও পিছিয়ে পড়তে চায় না ১৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা দোলেশ্বর। প্রতিশোধ এবং শিরোপা লড়াইয়ে টিকে থাকার জন্য জয় চায় দলটি। দিনের অপর ম্যাচে নিজেদের অবস্থান আরও ভাল করার লড়াই মোহামেডান-কলাবাগান সিএ’র। জয়ী দল শিরোপা লড়াইয়ে বেশ ভালভাবেই টিকে থাকবে। কিন্তু পরাজিত হলে ম্লান হয়ে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। প্রাথমিক রাউন্ডে অবশ্য মোহামেডানকে ৭৯ রানের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছিল কলাবাগান সিএ। সেটার পুনরাবৃত্তি ঘটাতে চায় দলটি।
×