ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরছেন টোরেস

প্রকাশিত: ০৪:৩৬, ২৭ ডিসেম্বর ২০১৪

এ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরছেন টোরেস

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাটলেটিকো মাদ্রিদের যুবদলে শুরু। অসাধারণ পারফর্মেন্স উপহার দিয়ে জায়গা করে নেন এ্যাটলেটিকোর মূল দলে। সেখানে খেলেছেন অর্ধযুগ। কিন্তু স্প্যানিশ লা লিগা থেকে লিভারপুলে নতুন করে ঠিকানা গড়েন তিনি। এরপর চেলসিতে যোগ দেন তিনি। বর্তমানে ধারে খেলছেন এসি মিলানের জার্সিতে। কিন্তু ইতালিয়ান সিরি এ লীগের অন্যতম সেরা এই ক্লাবের হয়ে দশ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন মাত্র একবার। নিজেকে যেন কিছুতেই খোঁজে পাচ্ছেন না এই স্প্যানিশ স্ট্রাইকার। তাই আবারও ক্যারিয়ারের সেরা সময় কাটানো এ্যাটলেটিকো মাদ্রিদেই ফিরতে যাচ্ছেন ফার্নান্ডো টোরেস। এ বিষয়ে স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালেগু বলেন, ‘এ বিষয়ে বিস্তারিতই আলাপ-আলোচনা হয়েছে। এখন মনে হয় সবকিছুই প্রায় নিশ্চিত। যদিওবা এখনও আমরা ক্লাবের (এ্যাটলেটিকো মাদ্রিদ) পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানতে পারিনি। তবে এটা ঠিক যে চেলসি যেহেতু তাকে নিয়ে ভাবছে না তাহলে টোরেস তার বাড়িতেই ফিরতে যাচ্ছে।’ স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ২১৪ ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ৮২ বার বল জড়িয়েছেন টোরেস। আর লিভারপুলের হয়ে খেলেন ১০২ ম্যাচ। অলরেডদের হয়ে তার গোলসংখ্যা ৬৫। লিভারপুল থেকে রেকর্ড ৫০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দেন তিনি। কিন্তু স্ট্যামফোর্ড ব্রিজে যেন কখনই নিজেকে খোঁজে পাননি এই স্প্যানিয়ার্ড। ব্লুজদের হয়ে ১১০ ম্যাচ খেলে গোল পেয়েছেন মাত্র ২০টি। তাই বালেগু মনে করেন এই মুহূর্তে টোরেসের প্রয়োজন ফুটবলকে ভালবেসে আপন করে নেয়া। এ বিষয়ে তার অভিমত হলো, ‘আমি মনে করি টোরেসের প্রয়োজন নিজেকে নতুন করে আবিষ্কার করা। ফুটবলকে ভালবাসা। তার জন্য এটাই এখন গুরুত্বপূর্ণ। আমার যতদূর মনে পড়ে লিভারপুলে তার পারফর্মেন্স ছিল দুর্দান্ত। কিন্তু চেলসিতে আমরা যেন ভিন্ন টোরেসকে দেখতে পাই। সাবেক কোচ রাফায়েল বেনিতেজের অধীনে তার রেকর্ড ঠিক ছিল। কিন্তু টোরেসকে নিয়ে জোশে মরিনহোর কোন পরিকল্পনাই ছিল না।’ বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, টোরেসকে আবারও পেতে আগ্রহ প্রকাশ করেছে সাবেক ক্লাব লিভারপুলও। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলতে চাননি ক্লাবটির অভিজ্ঞ কোচ ব্রেন্ডন রজার্স। বরং আসছে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই সবকিছুর সুস্পষ্ট প্রমাণ মিলবে।
×