ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘বক্সিং ডে’তে মাঠে নামছে পরাশক্তি

প্রকাশিত: ০৫:১৭, ২৬ ডিসেম্বর ২০১৪

‘বক্সিং ডে’তে মাঠে নামছে পরাশক্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বড়দিনের ছুটির পর আবারও সরব হচ্ছে বিশ্ব ক্লাব ফুটবল। আজ ‘বক্সিং ডে’ তে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলের সব পরাশক্তিরা। ক্রিসমাসের পরের দিনের খেলাকে ‘বক্সিং ডে’ ম্যাচ বলা হয়। ঘরের মাঠ লন্ডনের স্টামফোর্ড ব্রিজে চেলসি খেলবে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিরুদ্ধে। এ্যাওয়ে ম্যাচে বার্নলির আতিথ্য নিচ্ছে লিভারপুল। নিজেদের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে বরণ করবে স্বাগতিক ওয়েস্টব্রুমউইচ। এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনাল লড়বে কুইন্স পার্ক রেঞ্জাসের বিরুদ্ধে। ‘বক্সিং ডে’ তে পরাশক্তিরা ছাড়াও মাঠে নামছে অন্য সব দল। অর্থাৎ অংশগ্রহণকারী ২০ দলই আজ ময়দানী যুদ্ধে নামছে। আজকের ম্যাচে মুখোমুখি হচ্ছে ক্রিস্টাল প্যালেস-সাউদাম্পটন, এভারটন-স্টোক সিটি, লিচেস্টার সিটি-টটেনহ্যাম হটস্পার, সান্ডারল্যান্ড-হাল সিটি ও সোয়ানসি সিটি-এ্যাস্টন ভিলা। ইপিএলের ২০১৪-১৫ মৌসুমের শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে। বর্তমানে চেলসি পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও তার পেছনেই আছে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি। শিরোপাপ্রত্যাশী প্রায় সব দলই পরবর্তী ম্যাচগুলোর দুশ্চিন্তা নিয়ে বড়দিনের ছুটি কাটিয়েছে। কিন্তু ব্যতিক্রম সিটি। দলটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি ছাফ বলে দিয়েছেন, কাউকে নিয়ে তিনি ভাবছেন না। তাদের ভাবনায় শুধুই শিরোপা। জয় দিয়েই পরবর্তী মিশন শুরু করার প্রত্যয়ের কথা জানিয়েছেন তিনি। সিটি বসের মতো ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল, চেলসি কোচ জোশে মরিনহো, আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ও লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্সও বক্সিং ডে তে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন। বর্তমানে ১৭টি করে ম্যাচ শেষে সবার শীর্ষে অবস্থান করছে চেলসি। তাদের ভা-ারে জমা সর্বোচ্চ ৪২ পয়েন্ট। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আগের ম্যাচে পয়েন্ট হারালেও তৃতীয় স্থান ঠিকই ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩২। ৩১ পয়েন্ট নিয়ে ওয়েস্টহ্যাম চতুর্থ, ২৯ পয়েন্ট নিয়ে সাউদাম্পটন পঞ্চম, ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনালের অবস্থান ষষ্ঠ। ২২ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান দশ নম্বরে। ইনজুরির কারণে চেলসির হয়ে মাঠে নামা নিয়ে সংশয় আছে বেলজিয়াম তারকা ইডেন হ্যাজার্ডের। গত মঙ্গলবার স্টোক সিটির বিরুদ্ধে ডিফেন্ডার ফিল বার্ডসলির ট্যাকলে পায়ের গোড়ালিতে চোট পান তারকা এই উইঙ্গার। এর পর থেকেই ওয়েস্টহ্যামের বিরুদ্ধে তার খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছিল। তবে ইনজুরি থাকা সত্ত্বেও আজ হ্যাজার্ড খেলবেন বলে ধারণা করা হচ্ছে। দ্য ব্লুজদের হয়ে শুরুর একাদশে নামতে পারেন অস্কার। আগের ম্যাচে স্টোকের বিরুদ্ধে বদলি ফুটবলারের তালিকায় থাকলেও শেষ পর্যন্ত তাকে মাঠে নামাননি কোচ জোশে মরিনহো। তবে ঘরের মাঠে ব্রাজিলিয়ান তারকার শুরুর একাদশে খেলার জোর সম্ভাবনা আছে। রবিবার সাউদাম্পটনের বিরুদ্ধে বছরের শেষ ম্যাচ খেলবে মরিনহোর শিষ্যরা। এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটিও চেলসির দখলে। তবে দুই ম্যাচ আগে নিউক্যাসলের বিরুদ্ধে টানা পনেরো ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড হাতছাড়া হয় ব্লুজদের। তবে আগের ম্যাচে জয়ের ধারায় ফিরেছে চেলসি। টানা ছয় ম্যাচ জয়ের পর অবশেষে থামে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে এ্যাওয়ে ম্যাচে রেড ডেভিলসরা ১-১ গোলে ড্র করে স্বাগতিক এ্যাস্টন ভিলার সঙ্গে। পিছিয়ে পড়া ম্যানইউর হয়ে হার এড়ানো গোলটি করেন রাদামেল ফ্যালকাও। এ্যাস্টন ভিলার হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান বেনটেকে। টানা ছয় জয়ে শিরোপা লড়াইয়ে ফেরে মৌসুমের শুরুতে একের পর এক হারে রীতিমত ধুঁকতে থাকা ইউনাইটেড। কিন্তু ফের ড্র করে কিছুটা হরেও হোঁচট খেয়েছে ২০ বারের চ্যাম্পিয়নরা। তবে শিরোপা আসা ছেড়ে দিচ্ছেন না দলটির কোচ লুইস ভ্যান গাল। তিনি বলেন, এটা ঠিক যে আমরা আরও কিছুটা পিছিয়ে পড়লাম। কিন্তু সব ম্যাচে জয় পাওয়া যাবে এমন ভাবাও ঠিক নয়। আমাদের লক্ষ্য আগের মতো আছে। সেটা হচ্ছে শিরোপা। আগের ম্যাচে প্রতিশোধ নেয়ার দ্বারপ্রান্তে এসেও পারেনি আর্সেনাল। ৯০ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গোল হজম করে রোমাঞ্চকর ম্যাচে গানার্সরা ২-২ গোলে ড্র করে স্বাগতিক লিভারপুলের সঙ্গে। আজ তাই দু’দলেরই জয়ে ফেরার মিশন।
×