ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জর্দানের জঙ্গী বিমান আইএস ভূপাতিত করেনি ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ ডিসেম্বর ২০১৪

জর্দানের জঙ্গী বিমান আইএস ভূপাতিত করেনি ॥ যুক্তরাষ্ট্র

সিরিয়ায় বিধ্বস্ত জর্দানের যুদ্ধ বিমান ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীদের ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বুধবার সকালে সিরিয়ার আইএস অধিকৃত অংশে জর্দানের এফ-১৬ জঙ্গী বিমানটি নিখোঁজ হয়। বিমানের পাইলট আইএস জঙ্গীদের হাতে বন্দী হন। খবর বিবিসির। হিটসিকিং ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটিকে বিধ্বস্ত করা হয়েছে বলে দাবি করে আইএস জঙ্গীরা। অপরদিকে যুক্তরাষ্ট্র বলেছে, তথ্য-প্রমাণ পরিষ্কারভাবে ইঙ্গিত করছে এটি সত্য নয় । সিরিয়ায় আইএস লক্ষ্যস্থলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় যে চারটি আরব দেশ যোগ দিয়েছে জর্দান তাদের অন্যতম। সেপ্টেম্বরে এ হামলার শুরু হওয়ার পর আইএস নিয়ন্ত্রিত এলাকায় জোট বাহিনীর বিমান নিখোঁজের ঘটনা এই প্রথম। আইএস জঙ্গীদের প্রকাশিত ছবিতে বিমানটির পাইলটকে তাদের হাতে আটক অবস্থায় দেখানো হয়েছে। বলা হয়েছে, তিনি হচ্ছেন ফ্লাইট লেফটেন্যান্ট মোয়াজ ইয়োসেফ আল-কাসাসবেহ।
×