ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন

প্রকাশিত: ০৪:৫১, ২৬ ডিসেম্বর ২০১৪

দুই কোম্পানির  ক্যাটাগরি পরিবর্তন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানিগুলো হচ্ছে - দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেড ও সিভিও পেট্রোকেমিক্যাল। সর্বশেষ অর্থবছরে ১০ শতাংশের কম অর্থাৎ ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় সিভিও পেট্রোকেমিক্যাল ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে এবং ১০ শতাংশ লভ্যাংশ দেয়ায় দ্য পেনিনসুলা চিটাগাং ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আজ মঙ্গলবার থেকে পরিবর্তিত ক্যাটাগরির অধীনে উভয় কোম্পানির শেয়ার লেনদেন হবে। গত ১০ অক্টোবর সিভিও পেট্রোকেমিক্যাল ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ ছাড়া গত ২৮ সেপ্টেম্বর দ্য পেনিনসুলা চিটাগাং ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
×