ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাহফুজুর পোল্যান্ডে রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৪:৪৮, ২৬ ডিসেম্বর ২০১৪

মাহফুজুর পোল্যান্ডে রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার ॥ পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মাহফুজুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে জানা গেছে, মিয়ানমারের জাতীয় সংসদের স্পীকার তিনদিনের সফরে ঢাকা আসছেন। মাহফুজুর রহমান বিসিএস ১৩তম ব্যাচে পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। মাহফুজুর রহমান বিভিন্ন সময়ে ইয়াঙ্গুন, কুয়েত, মাদ্রিদ ও ইসলামাদ মিশনে কাজ করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে তিনি স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রী লাভ করেন। এরপর তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নের মোনাস বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী নেন। এছাড়া বিভিন্ন সময়ে দেশে-বিদেশে প্রশিক্ষণ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে মাহফুজুর রহমান বিবাহিত ও তিন সন্তানের জনক। ঢাকায় আসছেন মিয়ানমারের স্পীকার ॥ তিন দিনের সফরে ঢাকায় আসছেন মিয়ানমারের জাতীয় সংসদের স্পীকার শুয়ে ম্যান। বাংলাদেশ সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর আমন্ত্রণে আগামী জানুয়ারির প্রথম কিংবা শেষ সপ্তাহে তিনি এ সফরে আসতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুয়ে ম্যানের সফরে তারিখ হিসেবে ৪-৭ জানুয়ারি এবং ২৮-৩১ জানুয়ারি প্রস্তাব করা হয়েছে। তার সফরের তারিখ চূড়ান্ত করতে দু’পক্ষই আলোচনা চালিয়ে যাচ্ছে। এ সফরে শুয়ে ম্যান স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাত করবেন। এছাড়া তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করতে পারেন। গত বছরের জুলাইয়ে স্পীকারের দায়িত্ব নেয়া শুয়ে ম্যান দেশটির ২০১৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন বলে জানা গেছে।
×