ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নীলক্ষেতে পুলিশ হকার ধাওয়া পাল্টাধাওয়া সংঘর্ষ

প্রকাশিত: ০৬:৪৫, ২৫ ডিসেম্বর ২০১৪

নীলক্ষেতে পুলিশ হকার ধাওয়া পাল্টাধাওয়া সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নীলক্ষেত এলাকায় ঢাকা সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানকালে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে হকার, পথচারী, ক্রেতা ও পুলিশসহ অন্তত ৮/১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা ধরে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মানুষের ভোগান্তি ছিল চরমে। বুধবার দুপুর দুটার দিকে চাঁদনীচক মার্কেটের সামনে উচ্ছেদ অভিযান চালাতে যায় ঢাকা সিটি কর্পোরেশন। এতে বাধা দেন হকাররা। তাদের দাবি, সিটি কর্পোরেশন কোন প্রকার নোটিস না দিয়ে উচ্ছেদ অভিযান চালাতে এসেছে। কিন্তু অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে সিটি কর্পোরেশন ও পুলিশ। উচ্ছেদের আগে নোটিস দিয়ে মাইকিং করা হয়েছে বলেও দাবি করেছে সিটি কর্পোরেশন। বাধার মুখেই উচ্ছেদ অভিযান চালাতে গেলে হকারদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ৮ থেকে ১০ জন আহত হন। এমন ঘটনায় পুরো এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে আশপাশের রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর তিনটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে ঢাকা সিটি কর্পোরেশনের তরফ থেকে মামলা দায়েরের কথা রয়েছে বলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জনকণ্ঠকে জানান। সংঘর্ষের ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।
×