ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশীর তথ্য দিতে ঘুষের কথা স্বীকার সাবেক এফবিআই সদস্যের

প্রকাশিত: ০৬:৩৯, ২৫ ডিসেম্বর ২০১৪

বাংলাদেশীর তথ্য দিতে ঘুষের কথা স্বীকার সাবেক এফবিআই সদস্যের

বিডিনিউজ ॥ এক বাংলাদেশী রাজনীতিকের গোপন তথ্য দেয়ার বিনিময়ে ঘুষ লেনদেনের কথা আদালতে স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সাবেক সদস্য রবার্ট লাস্টিক। এ্যাটর্নি প্রিট ভারারা জানান, মঙ্গলবার নিউ ইয়র্কের সাউদার্ন জেলা জর্জ ভিনসেন্ট এল ব্রিসেটির কাছে আসামি লাস্টিক দোষ স্বীকার করেছেন। প্রিট এক বিবৃতিতে বলেন, ‘লাস্টিক আমাদের ব্যবস্থার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি শুধু আইনই ভাঙেননি, শপথ এবং যুক্তরাষ্ট্রের নাগরিক ও সহকর্মীদের বিশ্বাসও ভঙ্গ করেছেন।’ ভারারার মুখপাত্র জেনিফার কুয়েলিজ বলেন, লাস্টিক ঘুষ লেনদেন রাজি হওয়া, প্রতারণা ও সরকারী তথ্য চুরির সব অভিযোগই স্বীকার করেছেন। লাস্টিকের (৫২) কী সাজা হবে, তা আগামী ৩০ এপ্রিল ঘোষণা করবে আদালত। তাঁর যে অপরাধ, আইন অনুযায়ী এর শাস্তি ১৭ বছর জেল হতে পারে। ১৭ অক্টোবর বাংলাদেশী বংশোদ্ভূত রিজভী আহমেদ সিজার (৩৫) ও জোহানেস থেলার (৫১) একই আদালতে লাস্টিককে ঘুষ সাধার কথা স্বীকার করে জবানবন্দী দেন। সিজার কানেক্টিকাটের ফেয়ারফিল্ড কাউন্টিতে বসবাসরত জাসাস নেতা মামুনের ছেলে। তাকে আগস্টে আটক করা হয়েছে। বাংলাদেশের কোন রাজনীতিকের তথ্য পেতে এই ঘুষ লেনদেনের প্রক্রিয়া চলছিল, তা প্রকাশ করেনি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
×