ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতরত্ন পাচ্ছেন বাজপেয়ী ও মালব্য

প্রকাশিত: ০৫:২৩, ২৫ ডিসেম্বর ২০১৪

ভারতরত্ন পাচ্ছেন বাজপেয়ী ও  মালব্য

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী ও দেশটির মুক্তিসংগ্রামী যোদ্ধা পণ্ডিত মদন মোহন মালব্যকে সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এ তথ্য জানানো হয়। খবর ওয়েবসাইট। রাষ্ট্রপতি ভবনের গণসংযোগ কর্মকর্তা বলেন, পণ্ডিত মদন মোহন মালব্য (মরণোত্তর) ও অটল বিহারি বাজপেয়ীকে ভারতরত্ন সম্মাননা প্রদান প্রেসিডেন্টের। মদন মোহন মালব্য ভারতের একজন নন্দিত শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন হিন্দু জাতীয়তাবাদের পক্ষে সোচ্চার এক ব্যক্তি। পরবর্তী সময়ে তিনি সর্বমহলে ‘মহামান্য’ বলে পরিচিত হয়ে ওঠেন। তিনি বানারাস হিন্দু বিশ্ববিদ্যালয় (বিএইচইউ) প্রতিষ্ঠা করেন। এটি এশিয়ার সবচে বড় আবাসিক বিশ্ববিদ্যালয় বলে দাবি করা হয়। ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরতœ’র জন্য তাকে মনোনীত করা হয়।
×