ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তারেকের বিরুদ্ধে জেলায় জেলায় আরও মামলা, সমন জারি

প্রকাশিত: ০৬:৩২, ২৪ ডিসেম্বর ২০১৪

তারেকের বিরুদ্ধে  জেলায় জেলায় আরও মামলা, সমন জারি

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে কটাক্ষ করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় মঙ্গলবারও নতুন করে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। চট্টগ্রাম, কুষ্টিয়া, নেত্রকোনা, নোয়াখালী, দিনাজপুর, রংপুর, ফেনী ও হবিগঞ্জে দায়ের করা মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা পটুয়াখালী ॥ জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদ খান পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার সকালে পৃথক দুটি মামলা দায়ের করেছেন। আদালত আগামী ২৫ ফেব্রুয়ারি তারেক রহমানকে আদালতে উপস্থিত হতে সমন জারি করেছেন। চট্টগ্রাম ॥ চট্টগ্রামে আরও একটি মামলা দায়ের হয়েছে মঙ্গলবার। সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে মামলাটি দায়ের করেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নুরুল আলম। বিচারক শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কুষ্টিয়া ॥ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুক্তিযোদ্ধা সংসদ কুষ্টিয়া ইউনিট কমান্ডের সাবেক জেলা কমান্ডার মানিক কুমার ঘোষ মামলা দায়ের করেছেন। নেত্রকোনা ॥ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি বাদী হয়ে মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের করেছেন। আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নোয়াখালী ॥ মঙ্গলবার বেলা ১১টার দিকে নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু বাদী হয়ে ১নং আমলী আদালতে ১ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মানহানির অভিযোগ আমলে নিয়ে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন। দিনাজপুর ॥ মঙ্গলবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম চৌধুরীর আদালতে জেলা ছাত্রলীগের আহ্বায়ক পারভেজ আহাম্মদ চৌধুরী পরাগ বাদী হয়ে তারেকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। বিচারক মামলাটি আমলে এনে আসামির বিরুদ্ধে সমনজারির আদেশ প্রদান করেন। রংপুর ॥ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেছেন মহানগর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন। শুনানি শেষে বিচারক তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পাবনা ॥ জেলা ছাত্রলীগ সভাপতি আহম্মেদ শরীফ ডাব্লিউ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। ফেনী ॥ মঙ্গলবার দুপুর ১২টায় ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে মানহানির মামলা দায়ের করেন এ্যাডভোকেট গাজী তারেক আজিজ।
×