ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কলেজের নৈশপ্রহরীকে বেঁধে ফরম পূরণের টাকা লুট

প্রকাশিত: ০৫:০৭, ২৪ ডিসেম্বর ২০১৪

কলেজের নৈশপ্রহরীকে  বেঁধে ফরম পূরণের  টাকা লুট

নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৩ ডিসেম্বর ॥ দৌলতপুরে মহিষকুণ্ডি কলেজের নৈশপ্রহরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে আলমারি ভেঙ্গে শিক্ষার্থীদের ফরম ফিলাপের টাকা লুট করে নিয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসীরা। সোমবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মহিষকুণ্ডি কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম জানান, ওইদিন রাতে কলেজের নৈশপ্রহরী জার্মান আলীকে (৪৫) সংঘবদ্ধ একটি সন্ত্রাসী চক্র গাছের সঙ্গে মুখ হাত-পা বেঁধে কলেজের হিসাবরক্ষকের কক্ষে ঢুকে ২টি আলমারি ভেঙ্গে লক্ষাধিক টাকা লুট করে নেয়। সোমবার এইচএসসি পরীক্ষার্থীদের ফরম ফিলাপের শেষদিন হওয়ায় টাকা ব্যাংকে না রেখে কলেজের আলমারিতে রাখা হয়েছিল। অপরদিকে একই রাতে মহিষকুণ্ডি বাজারে আবুল বাসারের ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকান ও মহিষকুণ্ডি গ্রামের ভিকুর বাড়িতে সিঁধ কেটে ঘরে ঢুকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। এছাড়াও রাত ১২টার দিকে ডাংমড়কা-মহিষকুণ্ডি সড়কের মিরাজ ফকিরের আস্তানার কাছে ১০-১২ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী ঢাকা থেকে বাড়ি ফেরা ৫-৬ পথচারীর গতিরোধ করে তাদের কাছে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলফোনসহ লক্ষাধিক টাকার সম্পদ ছিনতাই করে নিয়েছে। ছিনতাইকারীদের কবলে পড়া পাকুড়িয়া গ্রামের শরিফুল আলম জানান, সশস্ত্র ছিনতাইকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণলঙ্কার লুটে নেয়। পৃথক ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি এনামুল হক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
×