ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গানে গানে ক্লিপ ফিতা বিক্রি

প্রকাশিত: ০৪:৫১, ২৪ ডিসেম্বর ২০১৪

গানে গানে ক্লিপ ফিতা বিক্রি

খাইরুল একজন ভাসমান হকার। মহিলাদের মাথার ক্লিপ, ব্যান্ড, ফিতা প্রভৃতি ফেরি করেন তিনি। বেচাকেনা সন্তোষজনক না হওয়ায় তিনি অভিনব এক কৌশল বের করেন। ঘন ও কালো চুলের পুতুল নিয়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। যেখানে পথচারীদের ভিড় অথবা মানুষের জটলা সেসব জায়গায় পুতুলটাকে দাঁড় করিয়ে দরাজ গলায় গাইতে থাকেনÑ খাইরুণ লো, তোর লম্বা মাথার চুল...। তার গান শুনে কৌতূহলী মানুষ সেখানে ভিড় করেন। কেউ কেউ কিনেন ক্লিপ, ফিতা বা ব্যান্ড। এভাবে এক স্থান থেকে অন্যস্থানে যান এবং একইভাবে বিক্রি করেন খাইরুল। ছবিটি মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী জীবন ঘোষ।
×