ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় ফুটবল দলের ১০ হাজার জার্সি আসছে বাজারে

প্রকাশিত: ০৫:২৬, ২৩ ডিসেম্বর ২০১৪

জাতীয় ফুটবল দলের ১০ হাজার জার্সি আসছে বাজারে

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের ১০ হাজার জার্সি বাজারে ছাড়বে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ থাকলে বাংলাদেশের জার্সি পরে অসংখ্য দর্শক মাঠে হাজির থাকেন। জাতীয় দলের জার্সিকে বাণিজ্যিকভাবে ছড়িয়ে দিয়েছে ক্রিকেট বোর্ড। সুযোগ থাকলেও যা পারেনি ফুটবল ফেডারেশন! ফলে আন্তর্জাতিক ম্যাচে গ্যালারিতে কাউকে লাল-সবুজ জার্সি গায়ে দেখা যায় না। তবে ১৬-২৭ জানুয়ারি বঙ্গবন্ধু গোল্ডকাপে দর্শকদের কাছে জার্সি পৌঁছে দেয়ার উদ্যোগ নিতে যাচ্ছে বাফুফে। বঙ্গবন্ধু কাপ যেহেতু ঢাকা ও সিলেটে হবে, সে জন্য ঢাকা ও সিলেটে নির্দিষ্ট শো-রুমে জার্সি পাওয়া যাবে। জাতীয় দলের হোম জার্সি অর্থাৎ লাল-সবুজ জার্সি বাজারে ছাড়া হবে প্রায় দশ হাজার। জার্সি ব্র্যান্ডিংয়ের বিস্তারিত জানা যাবে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে। বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন জানিয়েছেন, অতীতে না হলেও এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের সময় এটা করার চেষ্টা করা হবে। ঢাকা ও সিলেটে অন্তত ১০ হাজার লাল-সবুজ জার্সি তৈরি করা হবে। সবার সামর্থ্যরে মধ্যে মূল্য রেখে বিক্রি করা হবে। আবার কিছু জার্সি এমনিতেও দেয়া যেতে পারে। মার্চে চূড়ান্ত হবে ২০২২ বিশ্বকাপের সময় স্পোর্টস রিপোর্টার ॥ ২০২২ বিশ্বকাপের সময় নিয়ে দীর্ঘদিনের আলোচনা-সমালোচনার সমাপ্তি ঘটতে যাচ্ছে আগামী বছর মার্চে। শুক্রবার বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিশ্বকাপের জন্য সাধারণত জুন-জুলাই মাসটা নির্ধারিত থাকে। কিন্তু এবার ঐতিহ্যগত এই তারিখের পরিবর্তন হতে যাচ্ছে। মূলত কাতারের প্রচ- গরমের বিষয়টি বিবেচনা করেই। জানুয়ারি-ফেব্রুয়ারি, মে নাকি নবেম্বর-ডিসেম্বর; কোন সময় ২০২২ বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেটাই আগামী বছর মার্চে চূড়ান্ত করা হবে। যদিও আয়োজকদের পক্ষ থেকে প্রতিটি স্টেডিয়ামে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র স্থাপনের আশ্বাস দেয়া হয়েছে। গত নবেম্বরে ফিফার পক্ষ থেকে জানুয়ারি-ফেব্রুয়ারি অথবা নবেম্বর-ডিসেম্বর বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত পাওয়া গেলেও শক্তিশালী ইউরোপিয়ান ক্লাব এবং লীগের পক্ষ থেকে মে মাসে আয়োজনের জন্য জোর দেয়া হয়। তবে সবকিছুকে বিবেচনা করেই ফিফার কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নেবে।
×