ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা বলয়

প্রকাশিত: ০৭:০৫, ২২ ডিসেম্বর ২০১৪

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে নিরাপত্তা বলয়

বিশেষ প্রতিনিধি ॥ আসন্ন বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে রাজধানীতে নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানের আগের দিন থেকে রাজধানীসহ সারাদেশে চার স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সভা শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী ২৫ ডিসেম্বর সারাদেশের গির্জাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। খ্রীস্টান অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতে পালিয়ে থাকা নারায়ণগঞ্জের সাত খুনের আসামি নূর হোসেনকে ভারত সরকার যখন দেবে তখনই ফিরে আনা হবে। তিনি আরও বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া স্পর্শকাতর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে বলে জানান তিনি।
×