ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তারেকের বিরুদ্ধে জেলায় জেলায় মামলা ও ওয়ারেন্ট

প্রকাশিত: ০৫:১০, ২২ ডিসেম্বর ২০১৪

তারেকের বিরুদ্ধে  জেলায় জেলায় মামলা ও ওয়ারেন্ট

জনকণ্ঠ ডেস্ক ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও তাঁকে রাজাকার বলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, বগুড়া, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ভোলা, ঝিনাইদহ, সুনামগঞ্জ, মাগুরা ও চুয়াডাঙ্গায় রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলা দায়ের করা হয়েছে। বেশ কিছু মামলায় আদালত তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে নতুন এক মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এ ছাড়া কটূক্তির প্রতিবাদ ও তারেক রহমানের গ্রেফতার দাবিতে ঢাকার কেরানীগঞ্জ, রাজশাহী শহর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল, রাজবাড়ী, হাতিয়া ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল, সমাবেশ করে এবং তারেক রহমানের কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এদিকে তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রাম, মাগুরা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ফরিদপুর ও ময়মনসিংহের ভালুকায় ছাত্রদলও বিক্ষোভ মিছিল করেছে। খবর কোর্ট রিপোর্টার, স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। ঢাকা ॥ মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে করা আপত্তিজনক বক্তব্য দানের ঘটনায় নতুন এক মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। রবিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ ওয়ায়েজ কুরুনী খান চৌধুরীর আদালতে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি দায়ের করেন আওয়ামী হকার্স লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান। এ মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে না নিয়ে তাদের অব্যাহতি দিয়েছেন আদালত। তারা হলেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন, রুহুল কবির রিজভী আহম্মেদ, মাজিদুর রহমান ও অজ্ঞাত ৫ শতাধিক নেতাকর্মী। চট্টগ্রাম ॥ তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে রবিবার মামলা দায়ের করেছেন বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিহাবুল হক সিকদার। আদালত মামলাটি তদন্ত করে দশ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য সিএমপির কোতোয়ালি থানাকে নির্দেশ দিয়েছে। সিলেট ॥ রবিবার মহানগর হাকিম ১ম আদালতে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করেন মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার। বিচারক মামলাটি আমলে নিয়ে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশকে রাষ্ট্রের অনুমতি নিয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মুন্সীগঞ্জ ॥ শহর ছাত্রলীগের সভাপতি মোঃ নসিবুন ইসলাম নোবেল রবিবার তারেক রহমানের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা মানহানির মামলা দায়ের করেছেন। দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশীদ মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে সমন জারি করেন। রবিবার সন্ধ্যায় তারেক রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে শহর ছাত্রলীগ। কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালী লিমন বাদী হয়ে রবিবার রাষ্ট্রদ্রোহী ও মানহানির দুটি মামলা দায়ের করেছেন। বিচারক আলাউল আকবর মামলাটি আমলে নিয়ে মানহানিকর মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং রাষ্ট্রদ্রোহী মামলায় কিশোরগঞ্জ মডেল থানা পুলিশকে এফআইআর‘র নির্দেশ দিয়েছেন। বগুড়া ॥ বগুড়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (২) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফী হিরো বাদী হয়ে রবিবার মানহানিসহ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করেছেন। আদালত ১০ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেয়ার জন্য বগুড়ার সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। লক্ষ্মীপুর ॥ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শরিফ তারেক রহমানের বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। রবিবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক মোঃ ইব্রাহিম খলিল আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আদালত তাকে ৩ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মতিয়ার রহমান তারেক জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় আদালত প্রাঙ্গণে শত শত ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন। ময়মনসিংহ ॥ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিকুল ইসলাম রকীব বাদী হয়ে রবিবার ময়মনসিংহের ১ নম্বর সিআর আমলী আদালতে মামলাটি দায়ের করেছেন। শুনানি শেষে বিচারক আহসান হাবীব তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। ভোলা ॥ রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব সিকদার বাদী হয়ে ভোলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দায়ের করেন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রব হাওলাদার মামলাটি আমলে নিয়ে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। ঝিনাইদহ ॥ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ বাদী হয়ে রবিবার দুপুরে মামলা দায়ের করেন। তারেক রহমানের বক্তব্যে দেশ এবং জাতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে বলে মামলার এজাহারে বলা হয়েছে। সুনামগঞ্জ ॥ রবিবার বেলা আড়াইটায় সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্তি সিনহার আদালতে জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বী স্মরণ বাদী হয়ে মামলা দায়ের করেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন, এ্যাডভোকেট মিজানুর রহমান, নানু মিয়া, আজাদুল ইসলাম রতন প্রমুখ। মাগুরা ॥ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন । আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৫ জানুয়ারি তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। চুয়াডাঙ্গা ॥ জেলা ছাত্রলীগের সভাপতি শরিফুজ্জামান দুদু বাদী হয়ে রবিবার দুপুরে চুয়াডাঙ্গা সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। পরে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল বের করে।
×