ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিবরিয়া হত্যা মামলা ॥ হারিছ আরিফুল ও গউছসহ পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতা

প্রকাশিত: ০৫:০৯, ২২ ডিসেম্বর ২০১৪

কিবরিয়া হত্যা মামলা ॥ হারিছ আরিফুল ও গউছসহ পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২১ ডিসেম্বর ॥ আদালতের নির্দেশে ত্রুটি-বিচ্যুতি সংশোধন করে রবিবার দুপুরে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় চতুর্থ দফা সম্পূরক চার্জশীট দাখিলের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ জিকে গউছসহ পলাতক ১১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুপুরে জনাকীর্ণ আদালতে রাষ্ট্রপক্ষসহ বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমদ মিলন আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ সময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন পিপি এ্যাডভোকেট আকবর হোসেন জিতু, বাদী এ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি ও বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আলমগীর ভূইয়া বাবুল। আসামিপক্ষে ছিলেন এ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন ও এ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী। এ ছাড়া আদালত প্রাঙ্গণ ও এজলাসের সামনে বহু আইনজীবী, উৎসুক জনতাসহ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির এএসপি বেগম মেহেরুন্নেছা আদালতে ওই চার্জশীট দাখিল করেন। মামলার পরবর্তী তারিখ আগামী ৮ জানুয়ারি নির্ধারণ করেছে আদালত।
×