ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপার লীগ খেলেই অস্ট্রেলিয়া যাবেন সাকিব

প্রকাশিত: ০৪:৫০, ২২ ডিসেম্বর ২০১৪

সুপার লীগ খেলেই অস্ট্রেলিয়া যাবেন সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ দল চূড়ান্ত হতে এবং সেই দলের সঙ্গে চুক্তি হতেই দেরি হয়ে যাচ্ছে। না হলে অস্ট্রেলিয়ার বিগব্যাশ টি২০ লীগে শুরু থেকেই খেলতে যেতে পারতেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এখন জানুয়ারির প্রথম সপ্তাহের আগে বিগব্যাশে খেলতে যেতে পারবেন না সাকিব। এ জন্য সুপারলীগ খেলা নিয়ে যে অনিশ্চয়তা ছিল তাও দূর হয়ে গেছে। সুপারলীগ খেলেই অস্ট্রেলিয়ায় যাবেন টেস্ট ও টি২০‘র সেরা অলরাউন্ডার সাকিব। ওয়ানডে অলরাউন্ড র‌্যাংকিংয়ে যিনি তিন নম্বর থেকে দুই নম্বরে উঠে এসেছেন। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন যা বললেন তাতে তাই বোঝা যাচ্ছে। সুজন জানিয়েছেন, ‘সাকিব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে তার এনওসির জন্য। আমি আমাদের নির্ধারিত বিষয়গুলো সম্পাদন করে এনওসি দেব। সাকিবের অনাপত্তিপত্র (এনওসি) ক্লিয়ার করার প্রক্রিয়া চলছে। কোচের সঙ্গে আলোচনা সব সময়ই হয়। প্রিমিয়ার লীগ থাকায় এখনই বিগব্যাশে যাওয়া হচ্ছে না তার। আগামী মাসের প্রথম সপ্তাহে বিগব্যাশ খেলতে অস্ট্রেলিয়া যাবেন সাকিব এবং সেখানে বিগব্যাশের বাকি ম্যাচগুলোতে অংশ নেবেন।’ তবে বিগব্যাশে কোন দলের হয়ে খেলবেন সাকিব তা এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। অস্ট্রেলিয়ার মিডিয়ার বার্তা অনুযায়ী সাকিবের গত মৌসুমের দল এ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়েই খেলার কথা। কিন্তু জানা গেছে, মেলবোর্ন রেনিগেটসের হয়ে খেলতে পারেন সাকিব। এনওসি নিতে চাইলে তো সাকিবকে দলের নাম উল্লেখ করারই কথা। কিন্তু সিইও নিজামউদ্দিন চৌধুরী বিষয়টি গোপন রাখছেন। এই বিষয়ে তিনি বলেছেন, ‘এটা সাকিবের সঙ্গে যোগাযোগ করলে ভাল হয়। হয়ত সাকিব দুটি ফ্রাইঞ্চাইজির সঙ্গে কথা বলছে, তাই বিষয়টি গোপন রেখেছেন।’ দেখা যাক শেষপর্যন্ত কোন দলের হয়ে খেলেন সাকিব। আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হবে প্রিমিয়ার লীগের সুপারলীগ পর্ব। সেখানে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে খেলবেন সাকিব। সাকিব যে জানুয়ারির প্রথম সপ্তাহে সুপারলীগ শেষ হওয়ার পর বিগব্যাশ খেলতে যাবেন, সেই চাহিদা নাকি কোচ চন্দ্রিকা হাতুরাসিংহেরই। তাই সাকিবেরও আর কোন গতি নেই। সুপারলীগ খেলেই বিগব্যাশ খেলতে যেতে হবে সাকিবকে। তবে জাতীয় দল যে ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ায় যাবে, তার আগেই সাকিব চলে যাবেন। সুজন বলেছেন, ‘বাংলাদেশ ২ সপ্তাহ আগে ওখানে (অস্ট্রেলিয়ায়) যাবে। আর তখন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব।’ গতবার এ্যাডিলেড স্ট্রাইকার্সে হয়ে খেলেছিলেন সাকিব। তার সঙ্গী ছিলেন প্রয়াত ক্রিকেটার ফিলিপ হিউজেস। এবারও দলটির ক্রিকেটার তালিকায় আছেন ফিলিপ হিউজেস। গত মৌসুমে সাকিব স্ট্রাইকার্সের হয়ে ২ ম্যাচে ৪৮ রান করেছিলেন। ২ ম্যাচে ২ উইকেট নিয়েছিলেন সাকিব।
×