ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আট বছর নিষিদ্ধ টাইসন গের কোচ

প্রকাশিত: ০৪:৪৯, ২২ ডিসেম্বর ২০১৪

আট বছর নিষিদ্ধ  টাইসন গের  কোচ

স্পোর্টস রিপোর্টার ॥ আট বছর নিষিদ্ধ হলেন আমেরিকান স্প্রিন্টার টাইসন গের সাবেক কোচ জন ড্রুমমন্ড। বুধবার আমেরিকার এ্যান্টি ডোপিং এ্যাজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে ১৭ ডিসেম্বর থেকে তার নিষেধাজ্ঞা কার্যকর হবে। আর এই সময়ের মধ্যে ৪৬ বছর বয়সী এই কোচ কোন এ্যাথলেটের কোচ, অনুশীলন কিংবা উপদেশও দিতে পারবেন না। ২০১৩ সালের জুনে ডোপ টেস্টে পজেটিভি হয়েছিলেন ড্রুমমন্ডের শিষ্য টাইসন গে। আর তার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে। এবার তাকে নিষিদ্ধ ঘোষণা করা হয় টাইসন গের কোচকে। মাদক গ্রহণের দায়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে টাইসন গে ইতোমধ্যেই ট্র্যাকে ফিরছেন। লুসান এ্যাথলেটিজিমায় ১০০ মিটার দৌড়ে অংশ গ্রহণের মাধ্যমে আবারও ট্র্যাকে ফিরেন তিনি। প্রতিদ্বন্দ্বিতার বাইরে দু’বারের পরীক্ষায় তার শরীরে নিষিদ্ধ ঘোষিত শক্তিবর্ধক উপাদানের প্রমাণ পাওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছিলেন গে। কিন্তু নিষেধাজ্ঞার মেয়াদ দুই বছরের জন্য হলেও গে’র কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাওয়ায় ইউনাইটেড স্টেটস এ্যান্টি ডোপিং এ্যাজেন্সি তার এক বছরের শাস্তি মওকুফ করে দেয়। ২০০৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০, ২০০ এবং ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে স্বর্ণপদক জিতেছিলেন আমেরিকান এই স্প্রিন্টার।
×