ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনার্স দ্বিতীয় বর্ষ ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহার দাবিতে রংপুরে বিক্ষোভ

প্রকাশিত: ০৩:১৩, ২২ ডিসেম্বর ২০১৪

অনার্স দ্বিতীয় বর্ষ  ফরম পূরণে বর্ধিত ফি প্রত্যাহার  দাবিতে রংপুরে  বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ অনার্স দ্বিতীয় বর্ষের ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে রংপুরের তিনটি কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কলেজগুলোতে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ফরম পূরণে জটিলতার অবসান এবং বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ রংপুরের কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ এবং সরকারী বেগম রোকেয়া কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানায়, এক বছরেই অনেক বেশি বেড়েছে ফরম পূরণের টাকা। তার উপরে কলেজগুলোর চাপিয়ে দেয়া আরও বিভিন্ন ফি এই ফরম পূরণের বোঝাকে দ্বিগুণ করে তুলছে। পত্র ফি গত বছর ছিল ১১০০ টাকা যা এ বছর ১২০০-১৪০০ টাকা করা হয়েছে। যথাক্রমে কেন্দ্র ফি ৩০০ হতে ৩৫০ টাকা, সেমিনার ৩০০ হতে ৪০০ টাকা, সেশন ফি ৬৮০ টাকা থেকে ৭৬০ টাকা করা হয়েছে। এছাড়া তিনটি নতুন খাত যুক্ত করেছে যা গত বছর ছিল না। নতুন খাতগুলো হলো মৌখিক ৭৫ টাকা, বিবিধ ১০০ টাকা, ইনকোর্স ৩০০ টাকা। এ ব্যাপারে জানতে চাইলে বেগম রোকেয়া কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, আমরা চেষ্টা করছি কোন কোন খাত বাতিল করা যায়। আমরা খুব দ্রুত কিছু খাত বাদ দিয়ে তাদের ফরম পূরণ করাব।
×