ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে সংখ্যালঘুর বসতভিটা দখল, আহত ২

প্রকাশিত: ০৩:১০, ২২ ডিসেম্বর ২০১৪

বাগেরহাটে সংখ্যালঘুর বসতভিটা দখল, আহত ২

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ জেলার চিতলমারীতে রবিবার অশীতিপর এক ব্রাহ্মণ পুরোহিতের বসতভিটা দখল করে গাছপালা কেটে ঘর নির্মাণ করেছে প্রভাবশালী একটি চক্র। শুধু এখানে ক্ষান্ত হয়নি ওই প্রভাবশালী চক্রটি। তারা বসতভিটা দখল করে ঘর নির্মাণের পর মহোৎসবে দখলবাজ লাঠিয়ালদের নিয়ে বিরানী রান্না ভূরিভোজ করেছে। এ সময় দখলবাজদের হামলায় ব্রাহ্মণ পরিবারের ২ জন আহত হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়ে এবং নবনির্মিত ২টি ঘরের মধ্যে একটি ঘর ভাংচুর করে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রহ্মগাতী গ্রামের অশীতিরপর পুরোহিত অতুল ভট্টাচার্জের বসতবাড়ির জায়গার ৫০-৬০টি বিভিন্ন ধরনের ফলন্ত গাছ কেটে আড়ুয়াবর্ণী গ্রামের প্রভাবলাশী খলিল মোল্লা, আনসার আলী ও কালামের নেতৃত্বে শতাধিক লোক ২টি টিনের ঘর নির্মাণ করে। এ সময় তাদের বাধা দিতে গিয়ে পুরোহিতের ছেলে মিলন (৩৫) ও মনা রানী (২৬) আহত হয়।
×