ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্যা মির্জার ‘দর্পণে শরৎশশী’

প্রকাশিত: ০২:৪৪, ২২ ডিসেম্বর ২০১৪

বন্যা মির্জার ‘দর্পণে শরৎশশী’

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চে অন্যতম নাট্যদল দেশ নাটক। এ দলের অন্যতম প্রযোজনা ‘দর্পণে শরৎশশী’ নাটকটি ৪ বছর পর আবারও মঞ্চায়ন হতে যাচ্ছে। আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ‘দর্পণে শরৎশশী’ নাটকের দুটি প্রদর্শনী হবে। দল সূত্রে জানা গেছে অভিনেত্রী বন্যা মির্জা দীর্ঘ বিরতির পর এ নাটকের মাধ্যমে মঞ্চে ফিরছেন। দুই প্রদর্শনীতেই অভিনয় করবেন বন্যা মির্জা। নাটকে বন্যা মির্জা অভিনয় করবেন শরৎশশীর চরিত্রে। ‘দর্পণে শরৎশশী’ নাটকটি লিখেছেন মনোজ মিত্র। নির্দেশনা দিয়েছেন আলী যাকের। ‘দর্পণে শরৎশশী’র কাহিনী ১০০ বছর আগের। জমিদার পুত্রের শখের থিয়েটার প্রস্তুতি আর মঞ্চায়ন জটিলতার পথ ধরে এগিয়েছে গল্প। এ গল্প কথনের কা-ারি মনোরমা। থিয়েটার অবলম্বন করে যে নিজে নারীর প্রাচীন পেশাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। একইসঙ্গে দিকভ্রান্ত কিশোরীদের জীবনকে থিয়েটারের পবিত্র ছায়ায় টেনে আনতে চায়। প্রসঙ্গত, দেশের টিভি মিডিয়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা দেশ নাটকের সদস্য হিসেবে অনেক আগে থেকেই কাজ করেন। প্রায় ২২ বছর ধরে এ দলের সঙ্গে আছেন তিনি। নিয়মিত প্রযোজনাগুলোতে থাকেন, সময় দেন। এ প্রসঙ্গে তিনি বলেন এ দলের সঙ্গেই আমার বেড়ে ওঠা। টিভি নাটকে ব্যস্ত হওয়ার পরও তাই দেশ নাটকের প্রতি ভালবাসার এতটুকু কমতি নেই। ৪ বছর আগে ‘দর্পণে শরৎশশী’ নিয়ে মঞ্চে উঠেছিলেন বন্যা। অনেকদিন বিভিন্ন কারণে প্রযোজনাটি বন্ধ ছিল। আবারও এটি আসছে। বন্যা মির্জারও তাই বিরতি ভাঙ্গছে। তিনি আবারও মঞ্চের হয়ে উঠবেন সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
×