ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গায় লোকসংস্কৃতি উৎসবের সমাপনী

প্রকাশিত: ০৬:২৫, ২১ ডিসেম্বর ২০১৪

চুয়াডাঙ্গায় লোকসংস্কৃতি উৎসবের সমাপনী

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা ॥ ‘ফিরে চল মাটির টানে’ সেøাগানে চুয়াডাঙ্গায় পাঁচ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শিল্পকলার মুক্তমঞ্চে শুক্রবার রাতে যাত্রা পালা ‘শ্মশানে হলো ফুল শয্যা’ মঞ্চায়নের মধ্য দিয়ে লোকসংস্কৃতি উৎসবের সমাপ্তি হয়। শিল্পকলা মুক্তমঞ্চে পাঁচ দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসবের আয়োজনের মধ্যে ছিল লোকসঙ্গীত, বাউল সঙ্গীত, পালা গান, গাজীর গান ও যাত্রাপালা। ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় এ উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। সমাপনী দিনে ‘শ্মশানে হলো ফুল শয্যা’ যাত্রা পালা প্রদর্শনীতে দর্শকের সমাগম ছিল লক্ষণীয়। এ সময় দর্শকের আসনে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মল্লিক সাঈদ মাহমুদসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
×