ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনা জেলা আওয়ামী লীগের সম্মেলন আজ

প্রকাশিত: ০৫:৩৭, ২০ ডিসেম্বর ২০১৪

পাবনা জেলা আওয়ামী  লীগের সম্মেলন  আজ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ ডিসেম্বর ॥ শনিবার পাবনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার অনুষ্ঠিত হচ্ছে। পাবনা পুলিশ প্যারেড মাঠে এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির এমপি, আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি। ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৯ ডিসেম্বর ॥ ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মারা গেছে মোকলেস মিয়া (৪৫) নামের এক পোল্ট্রি ব্যবসায়ী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। যশোরে বই উৎসবে ব্যস্ত শিক্ষা অফিস স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আগামী ১ জানুয়ারি প্রতি বছরের মতো সারাদেশে পালিত হবে বই বিতরণ উৎসব। এ উৎসবকে সামনে রেখে ইতোমধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলোতে নতুন বই পাঠানো শুরু হয়েছে। এখনও চলছে বই পাঠানোর কাজ। ফলে ব্যস্ত সময় পার করছেন শিক্ষা অফিসের কর্মকর্তারা। নির্দিষ্ট সময়ের আগেই সব বিদ্যালয়ে শতভাগ বই পৌঁছে যাবে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ফলে বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা পাবে নতুন বই। এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন বলেন, বিভিন্ন বিদ্যালয়ে আমাদের বই বিতরণ কার্যক্রম চলছে। যে কারণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাদের। তিনি বলেন, জানুয়ারি শুরুর আগেই বাকি বই বিদ্যালয়ে পৌঁছে যাবে। রাঙ্গামাটিতে পাগলা কুকুরের কামড়ে পুলিশসহ আহত ৩২ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৯ ডিসেম্বর ॥ রাঙ্গামাটি শহরে হঠাৎ করে পাগলা কুকুরের কামড়ে নারী শিশু ও পুলিশসহ ৩২ ব্যক্তি আহত করেছে। জানা গেছে, শুক্রবার সকাল থেকে দুপুরের মধ্যে শহরের শান্তিনগর, পুলিশ লাইন, শিমুলতলী ও পুরাতন বাস স্টেশন এলাকায় কয়েকটি পাগলা কুকুর মলয় কুমার নামে এক প্রকৌশলীসহ ২ পুলিশ, ৭ নারী ১০ শিশু, ১২ ব্যক্তিসহ মোট ৩২ জনকে কামড়িয়েছে। এদের সকলকে রাঙ্গামাটি হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিশেধক টিকা দেয়া হয়েছে। সম্প্রতি রাঙ্গামাটি শহরে বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় শহরবাসী উদ্বিগ্ন হয়ে পড়েছে। মির্জাপুরে ৭ ডাকাত গ্রেফতার ॥ অস্ত্র উদ্ধার নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৯ ডিসেম্বর ॥ মির্জাপুর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৭ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপভ্যান উদ্ধার করেছে। পুলিশ জানান, বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে একদল ডাকাত মির্জাপুর উপজেলার পাকুল্যা-দেলদুয়ার সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চালাচ্ছিল। এ খবর পেয়ে পুলিশ ওই সড়কের পাকুল্যা জমিদার বাড়ি এলাকায় অবস্থান নেন। পরে পুলিশ সুরুজ মিয়া (২৮), সাদা মিয়া (২৯), স্বাধীন মিয়া (২৮), শামসুল আলম (৩০), লাভলু মিয়া (২৮), মাহফুজুল ইসলাম (২৫) ও শামীম মিয়া (২৭) কে গ্রেফতার করে। কম্পিউটার প্রযুক্তি মেলা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে জমে উঠেছে কম্পিউটার প্রযুক্তি মেলা। তথ্যপ্রযুক্তির পণ্যকে ঘরে ঘরে পরিচিত করার জন্য শুরু হয়েছে কম্পিউটার প্রদর্শনী। ৫৫টি স্টল ও ৬টি স্পন্সর প্যাভিলিয়নের জমজমাট আয়োজনে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অন্যরকম আমেজ তৈরি হয়েছে। বিসিএস ডিজিটাল এক্সপোর তৃতীয় দিন শুক্রবার সকাল থেকেই ভিড় লক্ষ্য করা গেছে। বেলা ১১টায় মেলায় গিয়ে দেখা যায়, গিগাবাইটের আয়োজনে কম্পিউটার গেম খেলতে ব্যস্ত তরুণরা। কেউ দেখছেন বন্ধুর গেম খেলা। আবার অনেক শিক্ষার্থী তার বন্ধুর কাছ থেকে কম্পিউটার গেম কিভাবে খেলতে হয়, তা শিখে নিচ্ছেন। শুধু শিক্ষার্থী নয়, সঙ্গে অভিভাবকরাও মেলায় ঢু মারছেন। মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখার সেক্রেটারি আবুল ফজল কাশেমী জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও কার্যকর প্রসার, তৃণমূল পর্যায়ের জনগণকে সম্পৃক্ত করতে এ মেলার আয়োজন।
×