ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাফের সাধারণ সম্পাদক নির্বাচিত হেলাল

প্রকাশিত: ০৫:৩০, ২০ ডিসেম্বর ২০১৪

সাফের সাধারণ সম্পাদক নির্বাচিত হেলাল

স্পোর্টস রিপোর্টার ॥ বিষয়টি একপ্রকার নিশ্চিতই ছিল। বাকি ছিল চূড়ান্ত হওয়া। শুক্রবার সেটাই হলো। সাফের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক হেলাল। সম্প্রতি সাফের সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ান ভারতের আলবার্তো কোলাসো। তিনি ছিলেন অল-ইন্ডিয়া ফুটবল ফেডারেশনেরও সাধারণ সম্পাদক। তাঁর পদত্যাগের ফলে সাফের সাধারণ সম্পাদকের পদটি খালি হয়। আর এ পদের জন্যই বাংলাদেশের হেলালকে নিয়োগ করার চিন্তা করেন সাফ ও বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। আরও জানা গেছে, ঢাকাতেই হতে যাচ্ছে সাফের অফিস। সেটা হলে প্রশাসনিক কাজের অগ্রগতি হবে। সাফ সভাপতি এবং সাধারণ সম্পাদক যদি একই ভবনে কাজ করেন তাহলে কাজগুলো অনেক সহজ হবে। এ কারণেই বাফুফে ভবনের তৃতীয় তলায় সাফের অফিস করার পরিকল্পনা রয়েছে সালাউদ্দিনের। এর আগে সাফের ৭ দেশের মধ্যে ৪ দেশের (বাংলাদেশ, ভুটান, পাকিস্তান এবং শ্রীলঙ্কা) সম্মতি পেয়ে হেলালের নির্বাচিত হওয়াটা মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছিল। এই পদে নিযুক্ত হলে হেলালের মাসিক বেতন ধরা হবে দুই হাজার ডলার। এর আগে এই পদে বাংলাদেশের সিরাজুল ইসলাম বাচ্চু ছিলেন দুই দফায় (২০০০-২০০৮)। বর্তমানে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মহিলা ফুটবল কমিটির এই চেয়ারম্যান।
×