ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসি-রোনাল্ডোর পাশে নেইমার

প্রকাশিত: ০৫:২৬, ২০ ডিসেম্বর ২০১৪

মেসি-রোনাল্ডোর  পাশে নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ গত কয়েক বছর ধরে বিশ্বসেরা ফুটবলারকে সেই বিতর্ক কিংবা আলোচনায় দুজনের নামই সবসময় ঘুরে ফিরে এসেছে। বার্সিলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আর রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্ব ফুটবলের যত কীর্তি সবই এ দুজন যেন ভাগাভাগি করছেন। কিন্তু দুই বছর আগে ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সিলোনায় আসার পর অনেকেই বলেছিলেন মেসির সময় ফুরিয়ে যাবে এবার। কিন্তু তা হয়নি। যদিও ব্রাজিলিয়ান এ তরুণের সামনে এখনও যথেষ্ট সময় পড়ে আছে নিজেকে সেরা প্রমাণ করার জন্য। তবে এখনই অনেকে নেইমারকে সেরা ভাবেন। আর অনেকে মনে করেন মেসি-রোনাল্ডোর সঙ্গে পাল্লা দিয়ে সেরার কাতারেই আছেন নেইমার। সাবেক ব্রাজিলিয়ান তারকা রবার্তো কার্লোস দাবি করলেন বিশ্বসেরা হওয়ার লড়াইয়ে মেসি-রোনাল্ডোর সঙ্গে সমপর্যায়ে আছেন ব্রাজিল দলের বর্তমান কা-ারি নেইমার। জাতীয় দলের হয়ে একেবারেই দুর্দান্ত নেইমার। অন্যতম ভরসার প্রতীক তিনি সেলেসাওদের। মাত্র ২২ বছর বয়সেই ৬০ ম্যাচ খেলে ৪২ আন্তর্জাতিক গোল করেছেন তিনি। যা তাঁকে ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বাধিক গোলদাতার তালিকায় পাঁচে স্থান করে দিয়েছে। চারটি গোল করেছিলেন বিশ্বকাপ অভিষেকে এ তরুণ। বিশ্বকাপের পর নতুন কোচ কার্লোস ডুঙ্গা তাঁকে দলের নেতৃত্বভার দিয়েছেন। এরপর ব্রাজিলের খেলা ৬ ম্যাচে তিনি করেছেন ৭ গোল। এবার ব্যালন ডি’অর পুরস্কার তালিকার সংক্ষিপ্ত ২৩ জনের মধ্যে একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে নাম আছে নেইমারের। রবার্তো কার্লোস মনে করেন চলতি মৌসুমের তৃতীয় বিশ্বসেরা ফুটবলার নেইমার। তিনি বলেন, ‘নেইমার দারুণ কার্যকর। তিনি ইউরোপিয়ান ফুটবলের সঙ্গে খুব দ্রুতই মানিয়ে নিয়েছেন। বার্সা এবং সেলেসাও উভয়ের হয়ে তিনি দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে গেছেন। মেসি-রোনাল্ডো প্রতিদিনই যেন আরও ভাল করছেন আগের দিনের চেয়ে। সে কারণে নেইমার যতবারই তাঁদের ছুঁয়ে ফেলছেন তাঁরা আরেকটু ভাল করছেন। সে কারণে আমার মতে এ মৌসুমের জন্য তিন বিশ্বসেরা হচ্ছেন রোনাল্ডো-মেসি-নেইমার।’ কার্লোস যখন স্বদেশী নেইমার নিয়ে উচ্ছ্বসিত তখন ব্রাজিলেরই এক আইনজীবী নেইমারকে তলব করেছেন। তাঁর দাবি বার্সা তাঁকে যেভাবে নিজেদের করে নিয়েছে তাতে কিছুটা প্রতারণা আছে এবং তা নেইমারই করেছেন। জাপানে ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সার সঙ্গে নেইমারের দল সান্তোসের ম্যাচটির পরই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত হয়। এবার সান্তোসের একজন নিবেদিতপ্রাণ ভক্ত আইনজীবীটি নেইমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ফাইনাল জেতার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে খেলেননি নেইমার। ম্যাচটি ৪-০ গোলে জিতেছিল বার্সিলোনা। আইনজীবীর দাবি তিনি ২৫০০ পাউন্ড ব্যয় করে জাপানে খেলা দেখতে গিয়ে নিরাশ হয়েছেন এবং এখন তিনি নেইমারের বিরুদ্ধে সাওপাওলোর আদালতে যাচ্ছেন। ব্রাজিলে যখন নেইমারের বিরুদ্ধে এমন একটি আইনী লড়াই হতে চলেছে সে সময় কার্লোস তাঁকে সেরার কাতারে রাখছেন। কিন্তু ওদিকে আবার ফরাসী কিংবদন্তি জিনেদিন জিদানের গড়া বর্তমান বিশ্বের সেরা একাদশে ঠাঁই করে নিতেই ব্যর্থ হয়েছেন নেইমার। বিশ্বের সেরা একাদশ গড়তে গিয়ে জিদান ব্রাজিল থেকে দুজনকে নিয়েছেন কিন্তু নেইমার নেই। জ্লাতান ইব্রাহিমোভিচ, মেসি, রোনাল্ডো, করিম বেনজেমাকে রেখেছেন তিনি তাঁর লাইনআপে।
×