ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সিনজার পর্বতে আইএস অবরোধের অবসান ঘটাল কুর্দীরা

প্রকাশিত: ০৫:১৭, ২০ ডিসেম্বর ২০১৪

সিনজার পর্বতে আইএস  অবরোধের অবসান ঘটাল কুর্দীরা

সম্মুখ যুদ্ধে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের হটিয়ে ইরাকের সিনজার পর্বতে পৌঁছেছে কুর্দীদের পেশমেরগা বাহিনী। ইরাকের সংখ্যালঘু খ্রিস্টান ইয়াজিদী সম্প্রদায়ের লোকজনের আশ্রয় নেয়া পর্বতটি গত কয়েক মাস ধরে আইএসের জঙ্গীরা অবরোধ করে রেখেছিল। খবর ওয়েবসাইটের। আইএস’র অবরোধ ভেঙ্গে পেশমেরগার যোদ্ধারা ইয়াজিদী সম্প্রদায়ের আটকেপড়া কয়েক শ’ মানুষকে মুক্ত করেছে বলে শুক্রবার জানিয়েছেন কুর্দী নেতা মাসরুর বার্জানি। ইরাকের কুর্দী অঞ্চলের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান বার্জানি বলেছেন, পেশমেরগা ওই পর্বতে পৌঁছতে সক্ষম হয়েছে, তারা বিশাল একটি এলাকা মুক্ত করেছে। পর্বত পর্যন্ত একটি করিডর খুলে গেছে। ইসলামিক স্টেটের দখলে থাকা বাকি অংশও শীঘ্রই মুক্ত হবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রের বিমান হামলার ছত্রছায়ায় চালানো এ অভিযানে ১০০ আইএস যোদ্ধা নিহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আগস্টে উত্তর ইরাকের কুর্দী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালিয়েছিল আইএস।
×