ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যাত্রাবিষয়ক তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

প্রকাশিত: ০৫:১২, ২০ ডিসেম্বর ২০১৪

যাত্রাবিষয়ক তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ যাত্রাবিষয়ক একটি এডুকেশনাল তথ্যচিত্র নির্মাণ করেছে সোশ্যাল কমিউনিকেশন প্রতিষ্ঠান এইমস। আজ শনিবার সন্ধ্যা ৬টায় ধানম-ির মাইডাস সেন্টারে তথ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফর্ম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইস্রফিল শাহীন, যাত্রা প্রশিক্ষক গৌরাঙ্গ আদিত্য। তথ্যচিত্রে যাত্রার উৎপত্তি, বিকাশ, অভিনয়ের তত্ত্বীয় ও ব্যবহারিক বিষয়ে ধারণা দেয়ার চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন ভবিষ্যতে যেসব নাট্যকর্মী, নাট্যশিক্ষার্থী ও গবেষক এই তথ্যচিত্রের মাধ্যমে যাত্রা বিষয়ে সার্বিক ধারণা পাবেন। পাশাপাশি যাত্রার রস আস্বাদন করতে পারেন এবং এই শিল্পের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এর তথ্যচিত্রের মাধ্যমে সেই চেষ্টা করা হয়েছে।
×