ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিনব রিস্টব্যান্ড

প্রকাশিত: ০৪:৪৯, ২০ ডিসেম্বর ২০১৪

অভিনব রিস্টব্যান্ড

টিভি চলছে। দর্শকও আছে। কিন্তু কেউ টিভি দেখছে না। দেখবেই বা কিভাবে? রাতের খাবার খেয়ে সোফায় আয়েশ করে বসে টিভি দেখতে দেখতে ঝিমুনি চলে এসেছে এবং ঝিমুনি থেকে ঘুম। এ দৃশ্য নিত্যদিনের ঘটনা। এজন্য অনেকেই মিস করে ফেলেন তাদের প্রিয় টিভি অনুষ্ঠান। এই সমস্যা সমাধান করবে কিপস্টার রিস্টব্যান্ড। এটি থ্রিডি প্রিন্টেড ব্যান্ড। টিভি দেখতে দেখতে ঘুম চলে এলে ব্যান্ডটি তা টের পেয়ে যাবে এবং চলমান টিভি প্রোগামটি রেকর্ড করতে থাকবে। ঘুম থেকে উঠে তাই আপনাকে আর আপসোস করতে হবে না। এমনই অভিনব রিস্টব্যান্ড তৈরি করেছে ১৫ বছর বয়সী রায়ান অলিভার ও ১৪ বছর বয়সী জোনাথন কিংগসলে নামের দুই কিশোর। ভার্জিন মিডিয়ার জন্য এই দুই কিশোর এই রিস্টব্যান্ড তৈরি করেছে। রিস্টব্যান্ডে একটি অক্সিমিটার ব্যবহার করা হয়েছে। কোন ব্যক্তির দেহের অক্সিজেনের মাত্রা কী পরিমাণ ওঠা-নামা করছে কিংবা ব্লাড প্রেসার কতটা ওঠা-নামা করছে তা নির্ধারণের মাধ্যেমে ব্যান্ডটি বুঝতে পারবে ব্যক্তিটি ঘুমিয়ে আছে না জেগে আছে। ব্যক্তিটি ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যান্ডের অক্সিমিটার তা নির্ধারণ করবে এবং ব্যান্ডের সঙ্গে সংযুক্ত ছোট্ট রিমোর্ট কন্ট্রোলটি স্বয়ংক্রিয়ভাবে চলমান টিভি প্রোগ্রাম রেকর্ড করা শুরু করবে। ঘুমিয়ে থাকা অবস্থায় পরিবারের অন্য কেউ এসে টিভি চ্যানেল পাল্টালেও আগের পুরো প্রোগ্রামটি রেকর্ড হয়ে যাবে। দুই কিশোরের এই অভিনব আবিষ্কার আপনাকে ঘুমের কারণে টিভি প্রোগ্রাম মিস হওয়া থেকে পরিত্রাণ দেবে। তবে আপনার থাকতে হবে ভার্জিন মিডিয়া টিভি বক্স। কেননা এই বক্সটির সঙ্গেই কিপস্টার রিস্টব্যান্ডের সংযোগ স্থাপন করা হয়েছে। -ডেইলি মেইল অবলম্বনে আরিফুর সবুজ
×