ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘প্রথম গোলটিই ম্যাচের টার্নিং পয়েন্ট’

প্রকাশিত: ০৬:২১, ১৯ ডিসেম্বর ২০১৪

‘প্রথম গোলটিই ম্যাচের টার্নিং পয়েন্ট’

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ার ১ নম্বর দল তারা। তাদেরই জাতীয় অনুর্ধ-২১ দল। সেই দলের কাছে ৩-০ গোলে হার স্বাগতিক বাংলাদেশের। জাপানের দলটি অনুর্ধ-২১ দলের ২২ জনের মধ্যে ২১ জনই খেলেন জাপানের ‘জে’ লীগে। অচিরেই এই দল থেকে জাতীয় দলে ঢোকার অপেক্ষায় একাধিক ফুটবলার। মূলত আগামী ২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য এখন থেকেই এই দলটিকে গড়ে তুলছে জাপান ফুটবল এ্যাসোসিয়েশন। বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলা তাদের সেই প্রস্তুতিরই অংশ। বাংলাদেশে আসার আগে থাইল্যান্ডের অনুর্ধ-২২ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে এসেছে জাপান দল। বৃহস্পতিবার ম্যাচ শেষে বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘প্রথম গোলটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। এ গোলটি করেই মানসিকভাবে এগিয়ে যায় জাপান। আর পেছায় বাংলাদেশ। তাছাড়া ফিজিক্যাল ফিটনেসটাও প্রভাব ফেলেছে। ধরে নিয়েছিলাম বাংলাদেশ ৭০ থেকে ৮০ মিনিট পর্যন্ত তাদের ফিটনেস ধরে রাখতে পারবে। কিন্তু সেটা তারা পারেনি।’ সমস্যাটা আসলে কোথায় ছিল? ‘ফরোয়ার্ডরা সামনে যেতে পারছিল না। জাপান দল জাহিদকে মার্ক করে খেলেছে। তাছাড়া টেকনিক্যালি আমরা ওদের চেয়ে পিছিয়ে ছিলাম। প্রথমার্ধে আমাদের দল ভাল খেলেছে। যদিও বল ধরে রাখার ক্ষেত্রে কিছুটা পিছিয়ে ছিল। এমিলি দল থেকে অনেকটা বিচ্ছিন্ন ছিল।’ বাংলাদেশের আক্রমণভাগ নিয়ে টিটুর ভাষ্য, ‘প্রত্যেকটি দলই সাধ্য অনুযায়ী আক্রমণ করার চেষ্টা করে। বাংলাদেশের ঘরের মাঠে খেলা। মাঠে অনেক দর্শক উপস্থিত হয়েছে। টেলিভিশনে খেলা দেখাচ্ছে। তাই বাংলাদেশের খেলোয়াড়রা কিছুটা আক্রমণে যাওয়ার চেষ্টা করেছিল।
×