ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আমলা-ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরি

প্রকাশিত: ০৬:৫১, ১৮ ডিসেম্বর ২০১৪

আমলা-ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার ॥ হাসিম আমলা ও এবি ডি ভিলিয়ার্সের জোড়া সেঞ্চুরির সুবাদে সেঞ্চুরিয়ন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে স্বাগতিক সাউথ আফ্রিকা। প্রথম দিন শেষে ৩ উইকেটে প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৩৪০ রান। অধিনায়ক আমলা ১৩৩ ও ডি ভিলিয়ার্স ১৪১ রানে অপরাজিত রয়েছেন। সাউথ আফ্রিকা সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে দিনেশ রামদিনের নেতৃত্বাধীন ক্যারিবীয়রা। টস জিতে ফিল্ডিং বেছে নেন অতিথি অধিনায়ক রামদিন। ৫৭ রানে স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়ে বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল দুর্দান্ত। ওপেনার এলিভেরো পিটারসেনকে ২৭ ও ফ্যাফ ডুপ্লেসিসকে রানের খাতা খোলার আগেই ফেরান পেসার কেমার রোচ। ২৮ রান করা ডিন এলগারকে আউট করেন শেল্ডন কোটরেল। তবে ওই পর্যন্তই, দিনের বাকি গল্পটা কেবলই আমলা-ডিভিলিয়ার্সের। চতুর্থ উইকেটে ৭৫ ওভারেই দলীয় ভা-ারে ২৮৩ রান যোগ করে অবিচ্ছিন্ন দুই তারকা ব্যাটসম্যান। ১৭ চারের সাহায্যে আমলা ১৩৩ এবং ১৫ চার ও ২ ছক্কায় ১৪১ রান নিয়ে ব্যাট করছেন ডিভিলিয়ার্স। অধিনায়ক আমলার ২৩ ও ভিলিয়ার্সের ক্যারিয়ারের এটি ২০তম সেঞ্চুরি। স্কোর ॥ সাউথ আফ্রিকা ৩৪০/৩ (৯১ ওভার; ডিভিলিয়ার্স ১৪১*, আমলা ১৩৩*, এলগার ২৮, পিটারসেন ২৭; রোচ ২/৫২, কোটরেল ১/৭৪)
×