ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোচ হওয়ার স্বপ্নে বিভোর অঁরি

প্রকাশিত: ০৫:৫২, ১৮ ডিসেম্বর ২০১৪

কোচ হওয়ার স্বপ্নে বিভোর অঁরি

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলকে বিদায় বলেছেন আগেই। মঙ্গলবার ক্লাব ফুটবলকেও ইতি টেনে দিলেন আর্সেনালের ফরাসী স্ট্রাইকার থিয়েরি অঁরি। তবে ফুটবলকে বিদায় বলার পরই নিজের দীর্ঘদিনের আকাক্সক্ষা-স্বপ্নের কথা জানিয়ে দিলেন ৩৭ বছর বয়সী এই তারকা ফুটবলার। বলেছেন আর্সেনালের কোচ হওয়াটা তার কাছে দীর্ঘদিনের স্বপ্ন। ক্যারিয়ারের প্রায় এক দশক কাটিয়েছেন আর্সেনালে। ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল মোনাকো এবং ইতালিয়ান সিরি এ লীগের শক্তিশালী দল জুভেন্টাস থেকে ১৯৯৯ সালে ইংলিশ প্রিমিয়ার লীগে যোগ দেন তিনি। এরপর আর কখনই পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক কীর্তি গড়ে আর্সেনালের জার্সিতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। মাঝে তিনটি মৌসুম স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনায় খেললেও আর্সেনালের প্রতি তার ভাল ধারণা ছিল অন্যরকম। তাই বার্সা ছেড়ে আবারও ফিরে আসেন গানারদের জার্সিতে। আর দীর্ঘদিনের চেনা-জানা প্রিয় ক্লাবে এখন কোচ হওয়ার স্বপ্ন দেখছেন থিয়েরি অঁরি। তবে বিষয়টি যে সহজ নয় সেটা বেশ ভালই জানেন এই ফ্রেঞ্চম্যান। আর হলেও অঁরির বিশ্বাস তাকে অপেক্ষা করতে হবে অনেকটা সময়। এ বিষয়ে থিয়েরি অঁরি বলেন, ‘সেটা যদি হয় তাহলে দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নেবে। তবে সেটা এখনও সম্ভব নয়। প্রথমে আমার নিজেকে প্রমাণ করতে হবে। প্রথমে আপনাকে শিখতে হবে। প্রকৃতপক্ষে কোচ বিষয়টি সম্পর্কে প্রথমে আপনাকে বুঝতে হবে। আপনি কী শিষ্যদের শিক্ষা দিতে পারবেন? পারবেন কী ধৈর্য ধরে নিজেকে নিয়ন্ত্রণ করতে? কোচিংয়ে এই সমস্যাগুলো খুবই মারাত্মক। সাধারণ মানুষ মনে করেন কোচ হয়তো তার নিজের গতিতেই চলেন। প্রকৃতপক্ষে বিষয়টি এতটা সহজ নয়।’ কোচের পদটা কঠিন হলেও তাতে জড়ানোর ইচ্ছা প্রবল অঁরির। আর এক্ষেত্রে তিনি বিশ্বাস করেন তার প্রিয় ক্লাব আর্সেনাল বড় ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে তার অভিমত হলো, ‘কোচ হিসেবে পেশা শুরু করার পরিকল্পনা আমার রয়েছে। আর আমি মনে করি এক্ষেত্রে আর্সেনাল আমাকে সহায়তা করবে। কোচ হিসেবে পেশা শুরু করলে আপনাকে ক্লাবের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করতে হবে। আর আমি মনে করি এক্ষেত্রে আর্সেনালের সঙ্গে আমার তেমন কোন সমস্যা হবে না। আপনার তো জানেনই আমাকে যখন প্রথম লন্ডনে দেখেছেন। তখন থেকেই আমি আর্সেনালের জার্সিতে খেলি। তাই আমি জানি না সাধারণ মানুষ বিষয়টাকে কিভাবে দেখবে তবে আর্সেনালের কোচ হিসেবে যদি আমি কখনও কাজ শুরু করি।
×