ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বেয়ার্নের জয়, রোবেনের ১০০ গোল

প্রকাশিত: ০৫:৫১, ১৮ ডিসেম্বর ২০১৪

বেয়ার্নের জয়, রোবেনের ১০০ গোল

স্পোর্টস রিপোর্টার ॥ চলছেই আরিয়েন রোবেনের চমক। মঙ্গলবারও ফ্রেইবার্গের বিপক্ষে গোল করেছেন তিনি। আর বেয়ার্ন মিউনিখ ২-০ গোলে হারিয়েছে ফ্রেইবার্গকে। এ জয়ের ফলে বুন্দেসলিগায় পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থানটিকে আরও সুসংহত করল বেয়ার্ন মিউনিখ। আর ফ্রেইবার্গের বিপক্ষে গোলের মাধ্যমেই বেয়ার্নের জার্সিতে ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন রোবেন। আর রোবেনের শততম গোলের প্রশংসা করে বেয়ার্নের চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে বলেন, ‘রোবেন ‘বিশ্বের সেরা আউটফিল্ড খেলোয়াড়।’ গত শনিবার অগসবার্গকে ৪-০ গোলে পরাজিত করা ম্যাচেও জোড়া গোল করেন রোবেন। বর্তমানে বেয়ার্নের হয়ে বুন্দেসলিগায় ১২ ম্যাচে অংশ নিয়ে ৩০ বছর বয়সী এই ফুটবল তারকা প্রতিপক্ষের জালে জড়িয়েছেন ৯ গোল। এদিন রোবেনের সঙ্গে অন্য গোলটি করেন মুলার। এমন জয়ে সন্তুষ্ট মুলারও। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এটি একটি দারুণ ফল। আমাদের আরও একাধিক গোল করার সুযোগ ছিল। তবে তারা বলের প্রতি কড়া নজর রেখেছিল। তাই এই জয়ে আমরা খুবই খুশি।’ এ জয়ের ফলে লীগে দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গের চেয়ে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে বেয়ার্ন। টমাস মুলার বলেন, ‘১২ পয়েন্টের লিড নেয়াটা দুর্দান্ত একটি ব্যাপার। আর সেটি সম্ভব হয়েছে আমাদের গোলের সুবাদে। এ ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমরা নিজেদের কাজটুকু সম্পাদন করতে পেরেছি।’ ওই ম্যাচে প্রতিপক্ষ ফ্রেইবার্গের গোলপোস্ট লক্ষ্য করে বেয়ার্নের খেলোয়াড়রা ৩১ শট নিয়েছে। এটি চলতি মৌসুমে বুন্দেসলিগার একটি রেকর্ড। যদিও গোলরক্ষক রোমান বুরকির দৃঢ়তায় সম্মানজনক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে ফ্রেইবার্গ। দলটি পুরো রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেছে। যে কারণে ৮০ শতাংশ বলের নিয়ন্ত্রণ ছিল তাদের। তবে প্রথম গোলটি পেতে চ্যাম্পিয়নদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৪১ মিনিট পর্যন্ত।
×