ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিজয়ের অনুষ্ঠান রোকেয়া ভার্সিটিতে শিক্ষকদের দুই গ্রুপে সংঘর্ষ

প্রকাশিত: ০৪:৫৩, ১৭ ডিসেম্বর ২০১৪

বিজয়ের অনুষ্ঠান রোকেয়া ভার্সিটিতে শিক্ষকদের দুই গ্রুপে সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, রংপুর ॥ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের উপস্থিতিতে বিজয় দিবসের অনুষ্ঠানে উপাচার্যপন্থী শিক্ষক এবং উপাচার্য বিরোধী আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া, পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও পুলিশের লাঠিচার্জে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের দু’জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে স্বাধীনতা স্মারক চত্বরে বিজয় দিবসের অনুষ্ঠান চলছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. নূর-উন-নবী। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে সেখানে মূলপ্রবন্ধ উপস্থাপন করছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উমর ফারুক এ সময় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনরত শিক্ষক সমিতি-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে স্বাধীনতার স্তম্ভ ‘অর্জন’- এ পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে আসেন ফুল দিতে। তারা সেখানে মাইক চাইলে মূলপ্রবন্ধ উপস্থাপনকারী মাইক দিতে অস্বীকৃতি জানান। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া, পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতরা হলেন শিক্ষক নুরুন্নাহার, সাব্বির আহমেদ, আশানুজ্জামান স্বপন, সিদ্দিকুর রহমান, জুবায়ের ইবনে তাহের, কর্মকর্তা রেজাউল করীম লাবু, কর্মচারী রাম চন্দ্র শীল।
×