ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পুরুষ বেশি নির্বোধ

প্রকাশিত: ০৪:৪১, ১৭ ডিসেম্বর ২০১৪

পুরুষ বেশি নির্বোধ

অসীম সাহসীর তকমাটি বেশিরভাগ সময়ই পুরুষের ভাগ্যে জোটে। পুরুষ বেশি ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করে, এমন ধারণা সর্বত্রই প্রচলিত। প্রকৃতপক্ষে পুরুষ বেশি ঝুঁকি নিয়ে কাজ করে। কিন্তু পুরুষের নেয়া ঝুঁকির বেশিরভাগই সে নেয় নিজের নির্বুদ্ধিতার জন্য। এ ছাড়া ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে আরও বেশি নির্বুদ্ধিতার পরিচয় দেয় পুরুষ। নিশ্চয় কথাটি তাবৎ পুরুষের অহমিকায় আঘাত করেছে। কিন্তু এমন তথ্যেই উঠে এসেছে নতুন এক গবেষণায়। গবেষণাটি ডারউইন এ্যাওয়ার্ড বিজয়ী এবং মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা ও কর্ম বিশ্লেষণের মাধ্যেমে করেছে বিএমজি’র একদল গবেষক। ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তার ঝুঁকি ও নির্বুদ্ধিতার ভিত্তিতে মরণোত্তর এই পুরস্কারটি দেয়া হয়। ১৯৯৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ডারউইন পুরস্কার বিজয়ী মৃত ব্যক্তির অধিকাংশই পুরুষ এমন তথ্য বিশ্লেষণ করে বিএমজি গবেষকদল এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, নারীর তুলনায় পুরুষরাই অধিক ঝুঁকি গ্রহণ করেছে। তবে বেশিরভাগ ঝুঁকিই তারা নিয়েছে নিজের নির্বুদ্ধিতার জন্য। এজন্য খেসারত হিসেবে প্রাণটিকেও বিলিয়ে দিতে হয়েছে তাদের। গবেষকদল দেখেছে ৩৩২ টি বিজয়ী ও মনোনয়নপ্রাপ্তের মধ্যে ২৮২ জনই পুরুষ মাত্র ৩৬ জন মহিলা। নির্বুদ্ধিতার কারণে ঝুঁকি নিয়ে প্রাণ হারানো পুরুষ ৮৮.৭ শতাংশ। এই পরিসংখ্যানের ভিত্তিতেই গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, পুরুষ নারীর তুলনায় বেশি ঝুঁকি নেয়। তবে তা নেয় নিজের নির্বুদ্ধিতার জন্য এবং ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়েও নির্বুদ্ধিতার পরিচয় দেয়। Ñ লাইভ সায়েন্স অবলম্বনে আরিফুর সবুজ।
×