ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘এই বাড়ি আমাদের’

প্রকাশিত: ০৬:২৫, ১৬ ডিসেম্বর ২০১৪

বিশেষ নাটক ‘এই বাড়ি আমাদের’

স্টাফ রিপোর্টার ॥ মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে রচিত ‘বাড়ি’ বিশেষ নাটক ‘এই বাড়ি আমাদের’। ফরিদুর রেজা সাগরের কাহিনী অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। নাটকটি আজ মঙ্গলবার রাত ৯-৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সুবর্ণা মুস্তাফা, আগুন, জেনি, হাসিব, ম আ সালাম, কাদেরী, একে আজাদ প্রমুখ। কথাশিল্পী ফরিদুর রেজা সাগরের ‘বাড়ি’ সিক্যুয়েলের নবম নাটক ‘এই বাড়ি আমাদের’। এই নাটকে বাড়িটিকে দেশের প্রতীক হিসাবে দেখানো হয়েছে। নাটকের গল্পে দেখা যাবে মুক্তিযোদ্ধা রিটায়ার্ড অফিসার আমীন সাহেব। তার দুই পুত্র, এক কন্যা। রোড এ্যাকসিডেন্টে মেয়েটি মারা যায়। একদিন আমীন সাহেবের সঙ্গে দুই পুত্রের মধ্যে পিতৃ প্রদত্ত ঐতিহ্যবাহী বাড়িটি নিয়ে মনোমালিন্য শুরু হয়। সন্তানরা চায় পুরনো বাড়িটি ভেঙ্গে মাল্টি স্টোরিড ভবন বানাতে। আমীন সাহেব চান বাড়িটিকে মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে রাখতে। তাঁর স্ত্রী সুবর্ণা মুস্তাফা সঙ্গে এসে দাঁড়ায়। এগিয়ে যায় নাটকের গল্প।
×