ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইইএফ ফান্ডের তথ্য নেই আইসিবিতে

প্রকাশিত: ০৬:১৯, ১৬ ডিসেম্বর ২০১৪

ইইএফ ফান্ডের তথ্য নেই আইসিবিতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইক্যুইটি এ্যান্ড এন্ট্রিপ্রেনারশিপ ফান্ডের (ইইএফ) তথ্য নেই ইনভেস্টমেন্ট করপোরেশনের (আইসিবি) আর্থিক প্রতিবেদনে। ইইএফ প্রকল্প বাস্তবায়নের জন্য করপোরেশনের কাস্টোডিতে সাড়ে ৪শ’ কোটি টাকার তহবিল থাকলেও তার তথ্য এবং হালনাগাদ হিসাব নেই। যে কারণে আইসিবির নিরীক্ষক ‘এসএফ আহমেদ এ্যান্ড কোম্পানি এ্যান্ড অক্টোখান’ এ ব্যাপারে ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের আর্থিক বিবরণীতে কোয়ালিফাইড মন্তব্য করেছে। নিরীক্ষক ‘এসএফ আহমেদ এ্যান্ড কোম্পানি এ্যান্ড অক্টোখান’ ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনের ওপর মন্তব্য করেছে ‘বাংলাদেশ ব্যাংকের উপপ্রতিনিধি হিসেবে ইক্যুইটি এ্যান্ড এন্ট্রিপ্রেনারশিপ ফান্ডের (ইইএফ) আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য করপোরেশনের কাছে বর্তমানে তহবিল রয়েছে, যা করপোরেশনের আর্থিক বিবরণীতে উল্লেখ করা হয়নি।
×