ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিনম্র শ্রদ্ধায় স্মরণ শহীদ বুদ্ধিজীবীদের

প্রকাশিত: ০৫:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৪

বিনম্র শ্রদ্ধায় স্মরণ শহীদ বুদ্ধিজীবীদের

জনকণ্ঠ ডেস্ক ॥ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ভাবগম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর- চট্টগ্রাম ॥ যথাযোগ্য ভাবগাম্ভীর পরিবেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে রবিবার চট্টগ্রামে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে গৃহীত কর্মসূচীর মধ্যে ছিল শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ ইত্যাদি। বেদনাবিধূর পরিবেশে এ দিনে স্মরণ করা হয় জাতির মেধাবী সন্তানদের। চট্টগ্রাম শহীদ মিনারে রবিবার দিবসের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় সিটি কর্পোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, সিপিবি, জাসদ, বাসদ, জাতীয় পার্টি এবং বিভিন্ন রাজনৈতিক ও সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএনপির আবদুল্লাহ আল নোমান এবং নেতারা নিজ নিজ দলের পক্ষে শ্রদ্ধা জানান। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সরকারী মহিলা কলেজ মিলনায়তনে রবিবার ‘মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। কলেজটির অধ্যক্ষ প্রফেসর মুহম্মদ মতিউর রহমান গাজ্জালীর সভাপতিত্বে এতে মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক শিরিন আখতার, রাফিয়া আক্তার, শান্তা ইসলাম, শীলা খাতুন, শারমিন আক্তার, আমির হোসন, শিক্ষার্থী রেশমি আক্তার, ঈশিতা আক্তার, শ্যামলী সিদ্দিকা শিমু ও নুশরাত জাহান প্রমুখ। জয়পুরহাট ॥ হানাদার মুক্ত দিবস উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সরকারী রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক খোরশেদ আলম, জাকির হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী। গাইবান্ধা ॥ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটির উদ্যোগ রবিবার আলোচনা সভা এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। দলীয় কার্যালয়ে ময়নুল কবির ম-লের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় সদস্য ও জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সন্তোষ বর্মন প্রমুখ। লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে রবিবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের মাদাম এলাকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের এমপি একেএম শাহজাহান কামাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহিম প্রমুখ। কুমিল্লা ॥ গভীর শ্রদ্ধা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাসের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। সিলেট ॥ সারাদেশের ন্যায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিলেটেও শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সিলেট নগরীর চৌহাট্টাস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রবিবার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে আসেন। রাবি ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিনসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। সকাল সোয়া ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার এন্তাজুল হক, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন, প্রক্টর তারিকুল হাসানসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট ॥ শহীদ বুদ্ধিজীবী দিবসে শহরের ডাক বাংলো ঘাটে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে রবিবার ভোরে দিনের কর্মসূচী শুরু হয়। বধ্যভূমি স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গার্ড অব অনারের মধ্য দিয়ে বাগেরহাটের জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, বিএনপি, বাগেরহাট প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিপিবি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
×