ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও একসঙ্গে লতা-আশা

প্রকাশিত: ০৬:৫১, ১৪ ডিসেম্বর ২০১৪

আবারও একসঙ্গে লতা-আশা

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতীয় উপমহাদেশের শুধু নয় বিশ্ব সঙ্গীতাঙ্গনের দুই কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে তিন দশক পর আবার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। ‘অ্যায় হাওয়া’ শিরোনামের একটি গান বাজারে আনবে লতার প্রতিষ্ঠান এলএম মিউজিক। গানটিতে ৮১ বছর বয়সী আশার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শান। ১৯৮৪ সালে সর্বশেষ ‘উৎসব’ চলচ্চিত্রে ‘মান কিউ বেহকা’ গানটি একসঙ্গে গেয়েছিলেন লতা ও আশা। দীর্ঘ ৩০ বছর পর বোনের সঙ্গে কাজ করা প্রসঙ্গে ৮৫ বছর বয়সী লতা বলেন, বোনের সঙ্গে আবার হাত মেলাতে পেরে ভাল লাগছে। আমরা একসঙ্গে অনেক গান গেয়েছি। ওর সঙ্গে মাইক্রোফোনের মুখোমুখি হওয়া বরাবরই কঠিন ব্যাপার আমার জন্য। তিনি আরও বলেন, আমরা ভিন্ন ধরনের গায়িকা। আর একসঙ্গে গান গাওয়া হয়নি ব্যস্ততার কারণে। সঙ্গীত পরিচালকের সঙ্গে বসার সুযোগ হতো খুব কম। ‘অ্যায় হাওয়া’ গানটিতে লতা ও আশার একত্র হওয়ার গল্প প্রসঙ্গে লতা বলেন, আমরা বোনঝি রচনার দেবর রোহান শাহ গানটি সুর করেছে। তাই আমি ঠিক করি, সারেগামা-এইচএমভির সঙ্গে আমার প্রতিষ্ঠান এলএম মিউজিক গানটি প্রযোজনা করবে।
×