ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

র‌্যাপিড দাবায় রানী হামিদ শীর্ষে

প্রকাশিত: ০৫:৫৫, ১৪ ডিসেম্বর ২০১৪

র‌্যাপিড দাবায় রানী হামিদ শীর্ষে

স্পোর্টস রিপোর্টার ॥ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে মহিলা র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা শনিবার দাবা কক্ষে অনুষ্ঠিত হয়। গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমীর আলী রানা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদসহ ২৫ মহিলা এ ইভেন্টে অংশ নেন, যার মধ্যে ২২ রেটিংপ্রাপ্ত দাবাড়ু। চতুর্থ রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ চার পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। কাবাডির ফাইনালে বিমানবাহিনী স্পোর্টস রিপোর্র্টার ॥ বিজয় দিবস কাবাডির দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী দল। শনিবার পল্টন কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিমানবাহিনী ২টি লোনাসহ ৩২-২০ পয়েন্টে বাংলাদেশ জেলকে হারিয়ে ফাইনালে উঠে। বিজয় দিবস ভলিবল স্পোর্টস রিপোর্টার ॥ বিজয় দিবস ভলিবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ বিমানবাহিনী ও সেনাবাহিনী। প্রথম সেমিফাইনালে বিমানবাহিনী ৩-২ সেটে নৌবাহিনীকে হারিয়ে, দ্বিতীয় সেমিফাইনালে বিদ্যুত উন্নয়ন বোর্ডকে ৩-২ সেটে হারিয়ে ফাইনালে উঠে সেনাবাহিনী। শনিবার দু’দলের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়। এছাড়া একই সময় ২ নম্বর কোর্টে দুটি গ্রুপে বিভক্ত হয়ে একটি প্রদর্শনী ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় মহিলা ভলিবল টিমের সদস্যরা।
×